আজকাল ওয়েবডেস্ক: কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন কভারে এক হাতে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে লিটন দাসকে ফেরান রোহিত শর্মা। বিপক্ষের ডেঞ্জারম্যানকে আউট করা সত্ত্বেও 'ইমপ্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ' পুরস্কার জোটেনি ভারত অধিনায়কের। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন যশস্বী জয়েসওয়াল, মহম্মদ সিরাজ এবং কেএল রাহুল। রোহিতের এক হাতে নেওয়া এই ক্যাচ কানপুর টেস্টে অন্যতম চর্চার বিষয় হয়। সবাই প্রশংসা করে। ধারাভাষ্যকার এবং ক্রিকেট পণ্ডিতরা এই ক্যাচ নিয়ে দীর্ঘ আলোচনাও করেন। কিন্তু ফিল্ডিং কোচ টি দিলীপের জন্য তা যথেষ্ট ছিল না। পুরস্কারের বিজয়ী হিসেবে দু'জনের নাম ঘোষণা করা হলেও, তাতে ছিলেন না রোহিত। সিরিজের পর ড্রেসিংরুমে সেরা ফিল্ডার বাছার সময় ভারত অধিনায়কের প্রশংসা করেন। রোহিতকে সুইস ঘড়ির সঙ্গে তুলনা করেন। জানান, তিনি সুইস ঘড়ির মতো নির্ভরযোগ্য। কিন্তু তাঁকে সেরা ফিল্ডারের পুরস্কার থেকে বঞ্চিত করেন দিলীপ। যৌথ বিজয়ী হিসেবে যশস্বী এবং সিরাজকে বেছে নেন ভারতের ফিল্ডিং কোচ। তাঁদের নাম শুনে অবাক হয়ে যান রোহিত। সুইস ঘড়ির সঙ্গে তুলনার সময় হাসিতে লুটিয়ে পড়তে দেখা যায় ভারতের নেতাকে। কিন্তু পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণার পর গম্ভীর মুখে হাততালি দেন। 

কানপুর টেস্টের পঞ্চম দিনে রোহিতের মতো সিরাজও লাফিয়ে এক হাতে ক্যাচ নেন। ফেরান শাকিব আল হাসানকে। প্রথমে বলের গতি বুঝতে পারেননি। তবে মুহূর্তের মধ্যে ভুল শুধরে পেছন দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। স্লিপে ভাল ক্যাচ নেন যশস্বী এবং রাহুলও। কিন্তু শেষপর্যন্ত রোহিতকে এই পুরস্কারের জন্য উপযুক্ত মনে করেননি দিলীপ। তাঁর এই সিদ্ধান্ত যে একেবারেই পছন্দ হয়নি, সেটা শরীরীভাষায় বুঝিয়ে দেন রোহিত। প্রসঙ্গত, ৭ উইকেটে জিতে সিরিজ ২-০ তে পকেটে পুরে নেয় ভারত। বৃষ্টিতে আড়াই দিন নষ্ট হলেও, আগ্রাসী মনোভাব দেখিয়ে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারত।