আজকাল ওয়েবডেস্ক: সব ঠিকঠাকই চলছিল। এক রূপকথার বিয়ে হতে চলেছিল। পাত্রী সদ্য বিশ্বকাপ জিতেছেন। আর পাত্র প্রতিষ্ঠিত। তাঁদের প্রেম পরিণতির দিকেই এগোচ্ছিল। আজ রবিবার গোটা দেশের নজরে ছিল স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়ে।

জীবনের সব অঙ্ক সবসময়ে মেলে না। যদি কিন্তুর একটা হিসেব থেকে যায়। স্মৃতির বাবা আকস্মিক ভাবেই অসুস্থ হয়ে পড়লেন মেয়ের বিয়ের দিন। তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। রপকথার বিয়ে পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

যে বাড়িতে আন্দ, হাসি-গান হাত ধরাধরি করে হাঁটছিল, আচম্বিতেই সেখানে নেমে এলে উদ্বেগ আর উৎকণ্ঠা। এই জন্যই কি কথিত রয়েছে সেই আপ্তবাক্য, ম্যান প্রোপোজেস গড ডিসপোজেস। 

(বিস্তারিত আসছে)