আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগে এই আয়ারল্যান্ডের বিরু্দ্ধে ওয়ানডে-তে নিজেদের সর্বোচ্চ রান করেছিল ভারতের মহিলা দল। 

বুধবার আগের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানারা। প্রতিপক্ষ সেই আয়ারল্য়ান্ড। 

আগে ভারতের মহিলা দলের সর্বোচ্চ রান ছিল ৩৭০। এদিন ৪৩৫ রান করে স্মৃতি মান্ধানারা বিশাল রানের টার্গেট দিলেন আয়ারল্যান্ডকে। 

স্মৃতি ও তাঁর ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল সেঞ্চুরি হাঁকান। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতের ৪৩৫ রান চতুর্থ সর্বোচ্চ। মহিলাদের ওয়ানডে ফরম্যাটে নিউ জিল্যান্ড ৪ উইকেটে ৪৯১ রান করে সবার থেকে উপরে। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউয়িরা এই রান করেছিল। 

ভারতের মেয়েরা এদিন পুরুষদের রেকর্ডও ভেঙে দিল। ২০১১ সালে ভারতের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৮ রান করেছিল। সেই ম্যাচে বীরেন্দ্র শেহবাগ ২১৯ রান করেছিলেন। তিনি ছিলেন অধিনায়ক। বর্তমান ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ৬৭ রানের ইনিংস খেলেছিলেন।   এদিন সেই রানও টপকে গেল মহিলা দল। 

প্রতীকা রাওয়াল দেশের হয়ে দ্বিতীয় সিরিজ খেলতে নেমে প্রথম সেঞ্চুরি পেলেন। ১২৯ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন প্রতীকা। ২০টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। 

 

হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ৭০ বলে ১০০ করেন স্মৃতি। ভারতীয় মহিলাদের মধ্যে স্মৃতি দ্রুততম সেঞ্চুরি হাঁকান এদিন। ৮০ বলে স্মৃতি করেন ১৩৫ রান। ১২টি চার ও সাতটি ছক্কায় সাজানো ছিল স্মৃতির ইনিংস। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Team India (@indiancricketteam)