আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্ট শেষের অব্যবহিত পরেই রবিচন্দ্রন অশ্বিন অবসর ঘোষণা করে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা ভুল করে বলে ফেললেন, অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পূজারাও অবসর নিয়েছেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন। সাংবাদিকদেরই দোষারোপ করতে থাকেন রোহিত।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে রোহিত বলেন,''আমরা চিরকাল বন্ধুই থাকব। এখন থেকে সফরে আর ওদের পাব না। কিন্তু আমাদের দেখা হবে। অজিঙ্কে মুম্বইয়ের। ওর সঙ্গে প্রায়ই দেখা হয়। পূজারা রাজকোটে লুকিয়ে থাকে। ওর সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎ হয় না। অশ্বিন হয়তো ধারাভাষ্যে যোগ দেবে। ওর সঙ্গে দেখা হবে বলেই আশা রাখি।''
এহেন মন্তব্য করার পরেই হিটম্যান বুঝতে পারেন রাহানে ও পূজারাকে নিয়ে তিনি ভুল মন্তব্যকরে ফেলেছেন। নিজের ভুল বুঝতে পেরে হিটম্যান আবার সংশ্লিষ্ট সাংবাদিককেই দোষারোপ করতে থাকেন। হিটম্যান বলেন, ''রাহানে অবসর নেয়নি। পূজারাও নয়। তোমরা দেখছি আমাকে মেরে ফেলবে। তোমাদের প্রশ্নের জন্য আমি ওদের সম্পর্কে বলে ফেলেছি। এই দলে একসঙ্গে তিনজন নেই এই মুহূর্তে। অশ্বিন সরকারি ভাবে অবসর গ্রহণ করে ফেলেছে। কিন্তু রাহানে ও পূজারার জন্য দরজা খোলা রয়েছে। যে কোনও মুহূর্তে ওরা দলে ফিরে আসতে পারে।''
