আজকাল ওয়েবডেস্ক: চলতি ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচে উইকেট নিয়েই ব্যতিক্রমী উদযাপন করেছিলেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। কিন্তু সেই উদযাপন ক্রিকেটীয় আনন্দে সীমাবদ্ধ নয়—বরং এর পেছনে ছিল গভীর আবেগ ও শ্রদ্ধার বার্তা। ইংল্যান্ডের জেমি স্মিথকে আউট করার পর দুই আঙুলে ‘২০’ নম্বর দেখিয়ে সিরাজ শ্রদ্ধা জানিয়েছিলেন পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটাকে। সম্প্রতি এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জোটা। দিয়েগো জোটা লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফুটবলার। স্পেনে পথ দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গেও তিনিও প্রাণ হারান বলে জানা যায়। মাত্র ২৭ বছর বয়সে এই তারকা ফুটবলারের মৃত্যুতে বিশ্ব ক্রীড়ামহলে নেমে আসে শোকের ছায়া।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ভিডিও বার্তায় সিরাজ বলেন, ‘আমরা যখন গত ম্যাচ থেকে ফিরছিলাম, তখনই জোটার মৃত্যুর খবর পাই। আমি পর্তুগাল দলের বড় ভক্ত, আর ও খেলত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলে। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম’। তিনি আরও বলেন, ‘জীবন খুব অনিশ্চিত। আমরা যাদের জন্য এত কিছু করছি, তাদের ভবিষ্যতের কোনও নিশ্চয়তা নেই। এত বড় দুর্ঘটনা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম’। সিরাজ জানান, তিনি এই শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন আগের ম্যাচেই, কিন্তু সুযোগ পাননি। ম্যাচের আগে এই প্রসঙ্গে সহ-খেলোয়াড় কুলদীপ যাদবের সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি। বলেন, ‘আমি কুলদীপকে বলেছিলাম, জোটাকে শ্রদ্ধা জানাতে চাই। উইকেট পেলাম, তাই ওভাবেই উদযাপন করলাম। এটা আমার তরফ থেকে ওর প্রতি শ্রদ্ধার্ঘ্য’।
A heartfelt gesture!
— BCCI (@BCCI)
Mohammed Siraj pays his tribute to the late Diogo Jota. pic.twitter.com/B59kmWG3TOTweet by @BCCI
লর্ডসে সিরাজের পাশাপাশি বোলিংয়ে দাপট দেখিয়েছেন যশপ্রীত বুমরাহ, পেয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ডকে অলআউট করে এখন ভারতের লক্ষ্য প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার। হাফ-সেঞ্চুরি করে সেট হয়ে গেছেন কেএল রাহুল, এখন বাকি ব্যাটারদের সহযোগিতায় জয়ের পথ প্রশস্ত করতে চান তিনি। দ্বিতীয় দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৪৫। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রান তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়ে যায় ভারতীয় দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ফিরে গিয়েছেন শুভমন গিল।
আরও পড়ুন: আইসিসির নিয়ম ভাঙতে ভাঙতে বেঁচে গেলেন গিল, এবার কী করলেন ভারত অধিনায়ক জানুন
প্রথম দুই টেস্টে তিনটে শতরান তরুণ নেতার। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। কিন্তু শুক্রবার লর্ডসে বিশেষ সুবিধা করতে পারেননি গিল। মাত্র ১৬ রানে আউট হন। ওকসের বলে স্মিথের হাতে ধরা পড়েন। রান পাননি যশস্বী জয়েসওয়ালও। তিনটে চার মেরে শুরু করলেও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ১৩ রানে আউট হন। তিন নম্বরে নেমে শুরুটা ভাল করেন করুণ নায়ার। কিন্তু লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। ৬২ বলে ৪০ রান করে আউট হন। তবে টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি, ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। প্রথম টেস্টের মতো শুরুতে একটা দিক ধরে আছেন রাহুল। অর্ধশতরান করে ফেলেছেন। ১১৩ বলে ৫৩ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন ঋষভ পন্থ।
