আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছেই। বাদ গেলেন না রোহিত শর্মাও। ভারত অধিনায়কের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আকাশ চোপড়া। সরাসরি জানান, ২০২০ থেকে টেস্টে পারফরমেন্স নেই রোহিতের। গড় ৩৭.৬৬। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারে ভারত। সামনেই লম্বা অস্ট্রেলিয়া সফর। কামিন্সদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। ২০২৫ সালের শুরুতে ইংল্যান্ড সফর। গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে রোহিতের নিম্নমুখী গ্রাফ তুলে ধরলেন ভারতের প্রাক্তনী। পাশাপাশি জানান, দেশের বাইরে রান পেয়েছেন রোহিত। গতবছর বর্ডার-গাভাসকর ট্রফিতে গাব্বা টেস্টের প্রসঙ্গ তুলে ধরেন। তবে জানিয়ে দেন, রোহিতের মানের ক্রিকেটারের কাছে সেটা যথেষ্ট নয়। আকাশ চোপড়া বলেন, 'আট ইনিংসে একটা মাত্র অর্ধশতরান রোহিতের মানের ক্রিকেটারের থেকে প্রত্যাশিত না।'

চলতি মরশুমে এখনও ১১ টেস্ট বাকি আছে। আগামীতে ভারত অধিনায়কের থেকে আরও ভাল পারফরম্যান্সের প্রত্যাশায় তিনি। আকাশ চোপড়া বলেন, 'এখনও ১১টা টেস্ট ম্যাচ বাকি আছে। অধিনায়ক হিসেবে আমরা চাইব রোহিত আরও রান করুক। ২০২০ সাল থেকে টেস্টে তেমন সাফল্যও পায়নি।' ভারতের প্রাক্তনী মনে করেন, টিম ইন্ডিয়া একটানা পরাজয়ের মধ্যে দিয়ে গেলে, সিনিয়র প্লেয়ারদের নিয়েও প্রশ্ন উঠবে। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'সত্যি বলতে, ভারতীয় দল পরপর ম্যাচ হারলে সিনিয়র প্লেয়ারদের নিয়েও প্রশ্ন উঠবে। কারণ ওদের দায়িত্ব বেশি।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করতে পরের ছটা টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। রোহিতকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখতে চান ভারতের প্রাক্তন ক্রিকেটার।