আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। ৩৭৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে লড়াই করছে রোস্টন চেজরা। ভারতের প্রথম ইনিংসের ৫১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। শনিবার দিনের শেষে ১৪০ রান ওয়েস্ট ইন্ডিজের। ক্রিজে রয়েছেন সাই হোপ (৩১) এবং টেভিন ইমলাচ (১৪)। ফলো অন বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজের ভরসা হোপ। শূন্য রানে ফেরেন চেজ। মাত্র ৭ বল ক্রিজে ছিলেন। খাতা খুলতে পারেনি ক্যারিবিয়ান অধিনায়ক। ২১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ রানে ফেরেন জন ক্যাম্পবেল। তেজনারিন চন্দ্রপল শুরুটা ভাল করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩৪ রান করে আউট হন। তবে তার আগে দ্বিতীয় উইকেটে আলিক আথানেজের সঙ্গে জুটিতে ৬৬ রান যোগ করেন। ৮৪ বলে ৪১ রান করে আউট হন আথানেজ। মাত্র এক রানের ব্যবধানে জোড়া উইকেট হারায় ক্যারিবিয়ানরা। চূড়ান্ত ব্যর্থ রোস্টন চেজ। স্কোরবোর্ডে একটি রানও যোগ করতে পারেননি। হোপকে ঘিরেই আশা দেখছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দিনের শেষে সাই সুদর্শন জানিয়েছিলেন, উইকেট কিছুটা মন্থর। দিল্লিতে প্রথম দিনই বল ঘুরছিল। দ্বিতীয় দিন আরও বেশি বল ঘোরার ভবিষ্যদ্বাণী করেন সাই। হলও তাই। স্পিনে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেটই স্পিনারদের। তিন উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। অন্য উইকেট কুলদীপ যাদবের। ফলো অন বাঁচাতে প্রধান ভরসা হোপ। ব্যাট করা বাকি জাস্টিন গ্রিভস, খ্যারি পিয়েরদের। প্রথম দিনের শেষে জোড়া উইকেট হারিয়ে ৩১৮ রান ছিল ভারতের। শনিবার আরও ২০০ রান যোগ করে টিম ইন্ডিয়া। যশস্বী জয়েসওয়ালের পর শতরান করেন শুভমন গিল। ১৭৭ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষপর্যন্ত ১২৯ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ২টি ছয় এবং ১৬টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন নীতিশ কুমার রেড্ডি (৪৩) এবং ধ্রুব জুরেল (৪৪)।
বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন ভারতের টেস্ট অধিনায়ক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান গিলের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান শুভমনের। দিল্লি টেস্ট নিয়ে মোট ৩৯ ম্যাচ খেলেন গিল। ২৭৫৭ রান। গড় ৪২.৪১। সর্বোচ্চ রান ২৬৯। ইতিমধ্যেই ১০টি শতরান এবং ৯টি অর্ধশতরান করে ফেলেছেন। ছাপিয়ে যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় একনম্বরে জো রুট। তাঁর রান ৬০৮০। গড় ৫২.৮৬। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারতীয়দের মধ্যে একনম্বরে শুভমন। পাঁচশোর বেশি পাহাড়প্রমাণ রান সামনে রেখে নামলেও, লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। হোপ আরও কিছুক্ষণ টিকে গেলে, আড়াই দিনে দ্বিতীয় টেস্ট নাও শেষ হতে পারে।
