আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে নিজেদের মধ্যে ওয়ার্ম আপ ম্যাচ খেলছে ভারতীয় দল। বেকেনহ্যামে ম্যাচের প্রথমদিন ভারতীয় দলের লক্ষ্য সহজ ছিল। আইপিএলের পর বেশ কয়েকদিন প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নেই ক্রিকেটাররা। তাই ক্রিকেটে ফেরার পাশাপাশি প্রত্যেক মুহূর্ত কাজে লাগাতে চায় টিম ইন্ডিয়া। বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ম্যাচের প্রথমদিনের একটি ভিডিও শেয়ার করেছে। তাতে ক্যাপশন দেওয়া হয়েছে, ব়্যাপ ইন বেকেনহ্যাম। সেখানে ম্যাচ শুরুর আগে হাডলে দলকে বিশেষ বার্তা দিতে দেখা যায় ভারতের নতুন টেস্ট অধিনায়ককে। 

সতীর্থদের উদ্দেশে গিল বলেন, 'আমাদের তীব্রতা ধরে রাখা উচিত। বিশেষ করে ফিল্ডিংয়ের সময়। আমাদের বিশেষ কিছু জায়গায় ফোকাস করতে হবে। দল হিসেবে, বোলিং এবং ব্যাটিং ইউনিট হিসেবে।' ইংল্যান্ড সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি বলেন, 'গেম টাইম পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভারতীয় এ দলের হয়ে খেলে আসছে। তাই ফিল্ডে কিছুক্ষণ সময় কাটানো খুব দরকার। পিচ ভাল। বোলাররা কয়েকটা ভাল স্পেল করেছে। ব্যাটাররাও চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।' প্র্যাকটিস ম্যাচ প্লেয়ারদের লাল বলের ছন্দে ফিরতে সাহায্য করছে।