আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একে একে দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা। মঙ্গলবার মুম্বইয়ে ফিরলেন শুভমন গিল। কালো শার্ট, চোখে সানগ্লাস পরে দেখা যায় তরুণ তারকাকে। তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় সমর্থকরা। রোহিতের ডেপুটি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উল্লেখযোগ্য ভূমিকা নেন গিল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও ওপেনিংয়ে রোহিতের সঙ্গে জুটি বেঁধে ভারতের ভীত গড়তে সাহায্য করেন। যার ফলে ৪ উইকেট হাতে থাকতে জয়সূচক রান তাড়া করে জেতে ভারতীয় দল। পাঁচ ম্যাচে ১৮৮ রান করেন গিল। গড় ৪৭। সর্বোচ্চ অপরাজিত ১০১ রান।
দুবাই থেকে সরাসরি দিল্লি পৌঁছন হর্ষিত রানা। প্রথম দুই ম্যাচের পর বাকি টুর্নামেন্ট রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয় তাঁকে। নিউজিল্যান্ড ম্যাচ থেকে খেলেন বরুণ চক্রবর্তী। তবে হতাশার লেশমাত্র নেই। দলের সাফল্যে খুশি। আগের দিন কোহলি, অর্শদীপের সঙ্গে নাচ করতে দেখা যায় কেকেআরের পেসারকে। দিল্লি বিমানবন্দরে পা রেখেই জানান, তিনি ভীষণই খুশি। দিল্লিতে ফেরেন গৌতম গম্ভীরও। পরিবার নিয়ে সরাসরি মুম্বইয়ে ফেরেন রোহিত শর্মা। ফাইনালে ম্যাচের সেরা হন ভারত অধিনায়ক। তার অধিনায়কত্বও পার্থক্য গড়ে দিয়েছে। সামনেই আইপিএল। কয়েকদিন বিশ্রাম নিয়েই আবার মাঠে নেমে পড়বেন রোহিত, কোহলিরা।
