আজকাল ওয়েবডেস্ক: কেএল রাহুল এবং শুভমন গিলের পার্টনারশিপে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এই জুটিতে ঐতিহাসিক কামব্যাক করে টিম ইন্ডিয়া। তাঁরা কেন গ্রেট দল সেটা আবারও প্রমাণ করেছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড বিশাল রান তোলার পর ৩১১ রানে পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া। শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার শতরানে হারের লজ্জা থেকে রক্ষা পায় ভারত। যার ফলে সিরিজ ড্রয়ের সম্ভাবনা জিইয়ে রাখে। এই প্রচেষ্টার প্রশংসা করেন ভারত অধিনায়ক। গিল বলেন, '১৪০ ওভার একই মনোভাব ধরে রাখা খুবই কঠিন। এটাই ভাল দল এবং সেরা দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আমরা সেটা দেখিয়ে দিয়েছি। সেই কারণেই আমরা গ্রেট দল। শূন্য রানে দু'উইকেট হারাই। তারপর আমার এবং রাহুল ভাইয়ের মধ্যে পার্টনারশিপ বিশ্বাস ফেরায়। মনে হয়, আমরা পারব। তাই খুবই খুশি। আমরা আগের দিন যে জায়গায় ছিলাম, সেখান থেকে টেস্ট ড্র করা কৃতিত্বের।' 

৯০ রান করে আউট হন রাহুল। গিলের সঙ্গে ১৮৮ রানের পার্টনারশিপের অঙ্গ ছিলেন। বাকি সময়টা ভাগ করে নেন ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। অধিনায়ক হিসেবে গিলের প্রথম টেস্ট সিরিজ। নেতা হিসেবে শুরুটা দারুণ করেন। ইতিমধ্যেই চার টেস্টে চারটে শতরান করে ফেলেছেন। চলতি সিরিজে ৭০০ রান পেরিয়ে গিয়েছেন। তারমধ্যে রয়েছে একটি দ্বিশতরানও। ওল্ড ট্র্যাফোর্ডের ইনিংসকেই সেরা বাছলেন। গিল জানান, 'আমার মনে হয় ওল্ড ট্র্যাফোর্ডের ইনিংস সবচেয়ে তৃপ্তি দিয়েছে।' গিল আউট হওয়ার পরও ম্যাচ হারার একটা আশঙ্কা ছিল। কিন্তু ওয়াশিংটন এবং জাদেজা ড্র নিশ্চিত করে। এই প্রসঙ্গে গিল বলেন, 'যখন জাড্ডু ভাই এবং ওয়াশি ব্যাট করছিল, কাজটা মোটেও সহজ ছিল না। বলে মুভমেন্ট ছিল। তবে ওরা দু'জনেই মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করে। সেই জায়গা থেকে টেস্ট শতরান বড় প্রাপ্তি।'

ওয়াশিংটনের জন্য এই ইনিংস বিশেষ। কারণ এটা তাঁর প্রথম টেস্ট শতরান। দলের প্রয়োজনে সেঞ্চুরি পেয়ে আপ্লুত ভারতীয় অলরাউন্ডার। ওয়াশিংটন বলেন, 'এই শতরানের মূল্য অপরিসীম। আমি এটা নিজের পরিবারকে উৎসর্গ করতে চাই। কারণ ওরা আমার ক্রিকেট জীবনের প্রথম দিন থেকেই পাশে থেকেছে, সমর্থন করেছে। তাই এটা ওদের কাছে খুবই মূল্যবান।' ক্রিজের অন্য প্রান্তে জাদেজা থাকায় অনেকটাই সুবিধা হয়েছে ওয়াশিংটনের। যা স্বীকার করতে দ্বিধা করলেন না। ওয়াশিংটন বলেন, 'কিছু গুরুত্বপূর্ণ স্পেল খেলে দেয় জাড্ডু ভাই। স্পিনাররাও সুবিধা পাচ্ছিল উইকেট থেকে। ম্যাচটা ড্র করতে পেরে ভাল লাগছে। এই ড্র আমাদের জন্য স্পেশাল। এই ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।' বৃহস্পতিবার থেকে শুরু শেষ টেস্ট। সিরিজ ড্র করার আপ্রাণ চেষ্টা করবে গিল অ্যান্ড কোম্পানি।