আজকাল ওয়েবডেস্ক: খারাপ সময় কাটছেই না শুভমান গিলের। টি–২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি। এবার পেটের সমস্যার জন্য বিজয় হাজারে ট্রফির ম্যাচেও খেলতে পারলেন না গিল।
সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন গিল। ৩ জানুয়ারি শনিবার পাঞ্জাব খেলতে নেমেছিল সিকিমের বিরুদ্ধে। কিন্তু গিল খেলতে পারছেন না পেটের সমস্যার জন্য।
শনিবার জয়পুরে সিকিমের বিরুদ্ধে ম্যাচে নামার কথা ছিল গিলের। কিন্তু সকাল থেকে পেট খারাপের কারণে অস্বস্তি বোধ করেন। সেই কারণে মেডিক্যাল টিম তাঁকে বিশ্রামের পরামর্শ দেয়। ঝুঁকি না নিয়ে পাঞ্জাব টিম ম্যানেজমেন্টও টিম ইন্ডিয়ার টেস্ট এবং ওয়ানডে অধিনায়ককে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নেয়। ৬ জানুয়ারি পাঞ্জাবের পরবর্তী ম্যাচ গোয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে সম্ভবত খেলবেন গিল।
চিকিৎসকরা জানিয়েছেন, গিলের অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে আপাতত তিনি পর্যবেক্ষণে থাকবেন। সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে ফিরবেন।
প্রসঙ্গত, সিকিমকে উড়িয়ে দিয়েছে পাঞ্জাব। প্রথমে ব্যাটিং করে সিকিম তোলে মাত্র ৭৫ রান। অর্শদীপ সিং নেন ৩ উইকেট। সুখদীপ বাজওয়া ও মায়াঙ্ক মার্কণ্ডে দু’টি করে উইকেট নেন। গুরনুর ব্রারের শিকার একটি উইকেট। জবাবে মাত্র ৩৮ বলে বিনা উইকেটেই জয়ের রান তুলে নেয় পাঞ্জাব।
এর আগে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। হাসপাতালেও নিয়ে যেতে হয় তাঁকে। চোটের কারণে টেস্ট সিরিজের বাকি অংশ এবং একদিনের সিরিজ খেলতে পারেননি তিনি। টি–২০ সিরিজে ভারতীয় দলে ফিরলেও রান পাননি। ফলে টি–২০ বিশ্বকাপের দলে থেকে বাদ পড়েন।
যদিও ২০২৫ সালে ১৫টি আন্তর্জাতিক টি–২০ ম্যাচে মাত্র ২৯১ রান করেছেন তিনি। গড় ২৪.২৫। একটি মাত্র অর্ধশতরান রয়েছে।
এদিকে, আগামী ১১ জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। ভারতীয় দলকে সম্ভবত তিনিই নেতৃত্ব দেবেন। তার আগে ৬ জানুয়ারি গিল বিজয় হাজারেতে খেললে ভাল ম্যাচ প্র্যাকটিস পাবেন বলে মনে করছে ক্রিকেট মহল।
অন্যদিকে, বিজয় হাজারে খেলতে গিয়ে বড়সড় চোট পেয়েছেন সাই সুদর্শন। পাঁজরে চোট পান তিনি। যা খবর, তাতে তাঁর ফিট হতে অন্তত ৬ সপ্তাহ লাগবে। হয়ত একেবারে আইপিএলেই মাঠে ফিরবেন তিনি।
