আজকাল ওয়েবডেস্ক: তারকারা খেলছেন। ফলে বিজয় হাজারে ট্রফির গুরুত্ব একধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলছেন। কোহলি তো ৬ জানুয়ারি দিল্লির হয়ে আরও একটি ম্যাচ খেলবেন। এবার জানা গেল, সব কিছু ঠিকঠাক চললে, শুভমান গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজাকেও নতুন বছরে বিজয় হাজারে ট্রফি খেলতে দেখা যাবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের অন্তত দুটি করে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে হবে। বিরাট, রোহিতরা ইতিমধ্যে খেলে ফেলেছেন। বিরাট হয়ত আরও একটা ম্যাচ খেলবেন নতুন বছরে। আর এবার যা খবর, তাতে আগামী ৩ জানুয়ারি এবং ৬ জানুয়ারি পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে খেলতে নামবেন গিল। জয়পুরে খেলবে পাঞ্জাব। বিজয় হাজারে ট্রফিতে শক্ত গ্রুপে রয়েছে গিলের পাঞ্জাব। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে মুম্বই।
এদিকে, কর্নাটক ক্রিকেট সংস্থা এখনো নিশ্চিত করতে না পারলেও লোকেশ রাহুলও ৩ জানুয়ারি এবং ৬ জানুয়ারি ত্রিপুরা এবং রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবেন বলে খবর। এদিকে রবীন্দ্র জাদেজা ৬ এবং ৮ জানুয়ারি দুটি ম্যাচ খেলতে চলেছেন। সৌরাষ্ট্রের হয়ে তিনি খেলবেন সার্ভিসেস এবং গুজরাটের বিরুদ্ধে। সব মিলিয়ে এই তিন জাতীয় তারকাকে খেলতে দেখা যাবে বিজয় হাজারেতে। তাছাড়া আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, সেই সিরিজের প্রস্তুতিও সেরে ফেলতে পারবেন গিল, জাদেজা, রাহুলরা।
এটা ঘটনা, বিরাট, রোহিত, গিল, রাহুল, জাদেজা প্রত্যেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে খেলার পর বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন তাঁরা। এখন বিজয় হাজারে খেলে ওই সিরিজের প্রস্তুতি সারবেন জাড্ডুরা।
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সিতে হয়তো প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ সামির।
জাতীয় দলে এখন আর তিনি জায়গা পান না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ বার খেলেছেন তিনি। ইংল্যান্ড সফরে জায়গা হয়নি তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তাঁকে দলে নেওয়া হয়নি। তাঁর ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল।
জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকার বলেছিলেন, ‘টেস্ট সিরিজের জন্য ফিট হওয়ার চেষ্টা করছে সামি। পাঁচটা টেস্ট খেলার মতো ফিট এখনও ও হয়নি। যতটা দরকার ততটা ফিট এখনও হয়নি সামি। মেডিক্যাল স্টাফরা আমাদের জানিয়েছেন ইংল্যান্ড সিরিজ থেকে ও ছিটকে গিয়েছে।’
