আজকাল ওয়েবডেস্ক: ভারতের সাম্প্রতিক ক্রিকেট সূচিতে সবচেয়ে আলোচিত দ্বৈরথ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজ। এর প্রধান কারণ দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আসছেন দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। যদিও ভারত সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ২০২৫ জিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে, তবে এই সিরিজকে ঘিরে উন্মাদনা আরও বেশি।

কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর এই প্রথমবার কোহলি ও রোহিতকে আবার নীল জার্সিতে দেখা যাবে। তবে এবার নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া সফরের আগে গিলকে ওডিআই অধিনায়ক হিসেবে পদোন্নতি দিয়েছে।

এই সিদ্ধান্তে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও একদিনের ক্রিকেটের ফরম্যাটে ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন। এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল নতুন অধিনায়ক শুভমান গিলকে পরামর্শ দিয়েছেন, যাতে তিনি রোহিত ও কোহলিকে ‘ম্যানেজ’ করার বিষয়ে অতিরিক্ত চিন্তা না করেন।

পার্থিবের বক্তব্য, ‘আমি মনে করি না রোহিত বা বিরাটকে সামলানো কোনও সমস্যা হবে। বিরাট নিজেই ধোনির দলে থাকাকালীন অধিনায়ক হয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনি তো তারপরেও দীর্ঘদিন দলে ছিলেন। তিনি জানেন সিনিয়র খেলোয়াড় কীভাবে নতুন অধিনায়ককে সহায়তা করে।’

পার্থিব আরও বলেন, ‘রোহিত যখন অধিনায়ক হন, তখনও অনুরূপ পরিস্থিতি ছিল। বিরাট তখন তাঁর সিনিয়র না হলেও, একজন প্রাক্তন অধিনায়ক ছিলেন। তাঁরা দু’জনই জানেন কীভাবে দলে পরিবর্তন আসে এবং সেটা দলের উন্নতির জন্যই হয়। তাঁরা দুজনেই পরিপক্ব। শুভমানের উচিত নয় তাঁদের ‘ম্যানেজ’ করতে শক্তি নষ্ট করা।’

উল্লেখ্য, কোহলি এবং রোহিত ইতিমধ্যেই একে অপরের নেতৃত্বে খেলে ফেলেছেন দেশের হয়ে। তবে এবার প্রথমবারের মতো তাঁরা দু’জনই তরুণ অধিনায়ক গিলের নেতৃত্বে মাঠে নামবেন। যা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায় বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের ভবিষ্যদ্বাণী অস্ট্রেলিয়া সফরে বিরাট ও রোহিত রানের বন্যা বইয়ে দেবেন।

১৯ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে। তার আগে ভাজ্জি বলছেন, ‘বিরাটের ফিটনেস নিয়ে দয়া করে কোনও প্রশ্ন করবেন না। ফিটনেসের দিক থেকে ও এখনও গুরু। ও কী করছে, সেটা সবাই দেখছে। বিরাটের ফিটনেস নিয়ে কোনও চিন্তাই নেই। বিরাট দারুণ ফিট। বর্তমানে যারা খেলছে তাদের থেকেও হয়তো বিরাট বেশি ফিট। এখনকার ক্রিকেটে তর্কাতীতভাবে কোহলি সবথেকে ফিট খেলোয়াড়। বিরাটকে খেলতে দেখার অপেক্ষায় আমি।’

ভাজ্জির সংযোজন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিরাটকে আগেও রানের পর রান করতে দেখেছি। আশা রাখি এবারও অস্ট্রেলিয়ায় ও একই ভাবে রান করবে। রোহিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই দুই কিংবদন্তি প্রচুর রান করবে এবং ভারতকে ম্যাচ জেতাবে। আমি সেই দিকেই তাকিয়ে।’ বহু যুদ্ধের সৈনিক হরভজনের ভবিষ্যদ্বাণী ওয়ানডে সিরিজে কোহলি দু'টি সেঞ্চুরি করবে।

প্রাক্তন অফ স্পিনার বলছেন, ‘পরিস্থিতি যখন কঠিন, তখন এই সব প্লেয়ার জ্বলে ওঠে। নিজেদের সেরাটা দেয়। বিরাট কোহলি সেই রকমই ধরনের খেলোয়াড়। বড় মঞ্চে কোহলি জ্বলে ওঠে। আর এটাই কোহলিকে বাকিদের থেকে আলাদা করে দেবে। বড় সুযোগের অপেক্ষায় থাকে কোহলি। বেশি চাপের ম্যাচ খেলার অপেক্ষায় থাকে। ওই সব ম্যাচেই কোহলি দেখিয়ে দেয় ও বিরাট ব্যাপার।’