আজকাল ওয়েবডেস্ক: ব্যর্থতা পিছু ছাড়ছে না শুভমন গিলের। ঘরোয়া ক্রিকেটেও রান পেলেন না। রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে হতাশ করলেন ভক্তদের। গিলের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারের পর বিশ্রাম নেননি টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক। আবার ফেরেন লাল বলের ক্রিকেটে। বৃহস্পতিবার নেমে পড়েন রঞ্জিতে সৌরাস্ট্রের বিরুদ্ধে ম্যাচে। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মাত্র দু'বল ছিলেন। ফেরেন শূন্যতে। ৩ উইকেটে পাঞ্জাবের রান যখন ৭৩, ব্যাট করতে নামেন গিল। চলতি রঞ্জিতে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব রয়েছে। ভাবা হয়েছিল শুভমনের প্রত্যাবর্তনে সেই সমস্যা মিটবে। কিন্তু তেমন কিছু হল না। সৌরষ্ট্রের বাঁ হাতি স্পিনার পার্থ ভূতের বলে এলবিডব্লু হন গিল। সম্প্রতি ফর্মের জন্য আতসকাঁচের নীচে ভারতের টেস্ট এবং একদিনের অধিনায়ক। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারায়, অধিনায়কত্বও সমালোচিত হয়। রঞ্জিতে ব্যর্থতা সমালোচনা আরও বাড়াবে। 

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন, একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত গিলকে। আবার ফিরিয়ে আনা উচিত রোহিতকে। ২০২৫ অক্টোবরে তাঁকে অধিনায়ক করা হয়। কিন্তু তাঁর নেতৃত্বে দুটো একদিনের সিরিজই হারে ভারত। অস্ট্রেলিয়ায় সাদা বলের ক্রিকেটে নেতা হিসেবে হাতেখড়ি। সিরিজ হারে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি চোটের জন্য। এবার নিউজিল্যান্ডের কাছে ফের সিরিজ হার। সম্প্রতি শুভমনের অধিনায়কত্বে নিয়ে প্রশ্ন ওঠে। মনোজ দাবি করেন, বিসিসিআইয়ের নিজেদের ভুল শুধরে নিয়ে আবার রোহিতকে নেতৃত্বে ফেরানো উচিত। মনোজ বলেন, 'বোর্ডের এখনও ভুল শুধরে নেওয়ার জায়গা আছে। এটা বিশ্বকাপের বিষয়। এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা অন্য কোনও টুর্নামেন্ট নয়।' মনোজ মনে করেন, নিউজিল্যান্ড সিরিজে রোহিত অধিনায়ক হলে, ফলাফল অন্যরকম হত। পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম সিরিজ হার। মনোজ মনে করেন, রোহিতের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক বেশি। 

অন্যদিকে অধিনায়ক গিলের ওপর আস্থা রাখেন মাইকেল ক্লার্ক। টি-২০ বিশ্বকাপের দল থেকে তরুণ তারকা বাদ পড়লেও, তাঁকে ভবিষ্যতের টি-২০ অধিনায়ক মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা। ক্লার্ক বলেন, 'বিশ্বকাপের পর শুভমন দলে ফেরার পাশাপাশি যদি অধিনায়ক হয়, অবাক হওয়ার কিছু নেই। ও অবিশ্বাস্য ক্রিকেটার। এই মুহূর্তে সেরা ছন্দে নেই। তবে আমার মনে হয় না ওকে সামনে রেখে এগোতে কোনও সমস্যা হবে। এই মুহূর্তে ভারতের ফোকাসে শুধুমাত্র টি-২০ বিশ্বকাপ। ওরা সেটা জিততে চায়।' প্রাক্তন অজি অধিনায়কের বাজি গিল। তরুণ ক্রিকেটারকে ভবিষ্যতের টি-২০ অধিনায়ক হিসেবে দেখছেন ক্লার্ক।