আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে এই প্রথম নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের। এর আগে টেস্টে হোয়াইটওয়াশ হলেও, সাদা বলের সিরিজে সবসময় আধিপত্য বিস্তার করেছে টিম ইন্ডিয়া। এদিন চেজমাস্টার বিরাট কোহলির অনবদ্য ইনিংসও দলকে বাঁচাতে পারেনি। সিরিজে বিরাট ছন্দে থাকলেও, একেবারেই রানের মধ্যে ছিলেন না রোহিত শর্মা। রবিবার হোলকার স্টেডিয়ামে ১৩ বলে ১১ রান করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৩৩৮ রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। মোট তিন ইনিংসে ৬১ রান করেন। গড় ২০.৩৩। একটি অর্ধশতরানও করতে পারেননি। সাংবাদিক সম্মেলনে রোহিতকে নিয়ে প্রশ্ন ওঠে। হিটম্যানের পাশে দাঁড়ালেন শুভমন গিল। টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক জানান, অস্ট্রেলিয়া সিরিজ থেকে দারুণ ফর্মে আছেন রোহিত। তিনি দাবি করেন, নিউজিল্যান্ড সিরিজে শুরুটা ভাল করলেও বড় রানে কনভার্ট করতে পারছেন না। 

গিল বলেন, 'আমার মনে হয় রোহিত শর্মা দারুণ ফর্মে আছে। অস্ট্রেলিয়া সিরিজ থেকেই। এমনকী দক্ষিণ আফ্রিকা সিরিজেও। অনেক সময় শুরুটা ভাল করেও, বড় রানে কনভার্ট করা যায় না। আমার মনে হয় নিউজিল্যান্ড সিরিজের কয়েকটা ম্যাচে শুরুটা খারাপ করেনি। ব্যাটার হিসেবে সবসময় বড় রান করার লক্ষ্য থাকে। প্রত্যেক ব্যাটার শতরান করার চেষ্টায় থাকে। কিন্তু সবসময় সেটা সম্ভব নয়। তবে একই সময়, সেই লক্ষ্যে পৌঁছনোর আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকেই।

নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। ব্যাক টু ব্যাক শতরান করেন ড্যারেল মিচেল। ১৩১ বলে ১৩৭ রান করেন। ইনিংসে ছিল ১৫টি চার এবং একটি ছয়। শতরান করেন গ্লেন ফিলিপস। ৮৮ বলে ১০৬ রান করেন। তাতে ছিল ন'টি চার এবং তিনটি ছয়। অর্শদীপ সিং এবং হর্ষিত রানা তিনটি করে উইকেট নেন। হর্ষিতের সঙ্গে কোহলির ৯৯ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিল। একদিনের ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করেন হর্ষিত। লড়াকু ইনিংস খেলেন কোহলি। ১০৮ বলে করেন ১২৪ রান। ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছয়। হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডির অর্ধশতরান ভারতকে বাঁচাতে পারেনি। ক্রিস্টিয়ান ক্লার্ক এবং জাকারি ফাউলকেস তিনটি করে উইকেট নেন। ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু।