আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাঞ্চেস্টারে কেমন হবে ভারতের প্রথম একাদশ?‌ জল্পনা চলছে। প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। 


যেমন করুণ নায়ারের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রথম তিনটি টেস্টে মাত্র ১৩১ রান করেছেন নায়ার। সর্বোচ্চ ৪০। গড় মাত্র ২১.‌৮৩। কিন্তু ইরফান পাঠান বলছেন, করুণকে আর একটা সুযোগ দেওয়া হোক। পাঠান মনে করছেন, নায়ার কিন্তু খারাপ ব্যাট করছেন না। বড় রান আসছে না এটা দুর্ভাগ্য। তবে পাঠান মনে করছেন, সাই সুদর্শনকে যদি ফেরানো হয় ও তিনে ব্যাট করতে পাঠানো যায়, তাহলে ট্যাকটিকাল সুবিধা পাবে ভারত।


নিজের ইউটিউব চ্যানেলে ইরফান পাঠান বলেছেন, ‘‌নায়ারকে কী খেলানো হবে?‌ আমার মতে ও কিন্তু ব্যাট খারাপ করছে না। হয়ত বড় রান আসছে না। এই সিরিজে সর্বোচ্চ এখনও অবধি ৪০। তবে আমি বলব সাইকে এই টেস্টে খেলানো হোক। তার কারণ ও বাঁহাতি। আমার মতে বাঁহাতিদের বিরুদ্ধে ইংল্যান্ড বোলাররা অতটা সাবলীল নন। তাছাড়া নায়ারকেও খেলানো যেতে পারে।’‌ 

 

আরও পড়ুন:‌ টিম ইন্ডিয়ার মধ্যে রয়েছে ছোট্ট টিম ইন্ডিয়া‌!‌ গোপন তথ্য ফাঁস করলেন এই ক্রিকেটার...


এদিকে, চোট রয়েছে অর্শদীপ ও আকাশদীপের। অর্শদীপ তো খেলতেই পারবেন না ম্যাঞ্চেস্টার টেস্ট। আকাশদীপকে সুস্থ করার চেষ্টা চলছে। অংশুল কম্বোজকে ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ডাকা হয়েছে। তবে পাঠান চান ভারত খেলুক তিন পেসারে। পাঠানের কথায়, ‘‌এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে অংশুলকে খেলানো ঠিক হবে না। এর আগে ভারতের হয়ে খেললেও আহামরি কিছু ছিল না। অ্যাকশন কিংবা সিম পজিশনও ভাল নয়। এর চেয়ে অভিজ্ঞদের খেলানোই ভাল হবে।’‌ 
পাঠানের মতে, যদি বুমরা খেলেন তাহলে তাঁর সঙ্গে বাকি দুই পেসার হোক মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। 

এদিকে ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে ফেরানো হয়েছে লিয়াম ডসনকে। শোয়েব বশির চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে স্পিনার হিসেবে ডসনকে প্রথম একাদশে জায়গা দিল ইংল্যান্ড। বুধবার থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। তাঁর দু’‌দিন আগে প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। প্রথম একাদশে এই একটিই মাত্র বদল হয়েছে।


প্রসঙ্গত, ২০১৭ সালে নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ডসন। আবার তিনি টেস্ট দলে ফিরলেন। ডসনের অভিষেক হয়েছিল ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন ডসন। সাতটি উইকেট নিয়েছেন এবং ৮৪ রান করেছেন।


টেস্ট দলে ডাক না পেলেও বিশ্বজুড়ে টি২০ লিগে খেলেছেন ডসন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান খুবই ভাল। ২১২টি ম্যাচ খেলে ৩৭১টি উইকেট নিয়েছেন। ১০৭৩১ রানও রয়েছে। অর্থাৎ বলের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়।

ইংল্যান্ডের সহ অধিনায়ক হ্যারি ব্রুক ডসন সম্পর্কে বলেছেন, ‘‌ডসন খুবই দক্ষ ক্রিকেটার। ওকে পেয়ে আমাদের খুবই উপকার হবে। পৃথিবীজুড়ে ও খেলেছে। সবার বিরুদ্ধে খেলেছে। আশা করি ম্যাঞ্চেস্টারে ওর অসাধারণ পারফরম্যান্স দেখতে পাব।’‌ তবে শুধু বোলিং নয়। ডসন আসায় ইংল্যান্ডের ব্যাটিংও মজবুত হল।