আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় শিবিরের জন্য সুখবর। চোট থেকে ফিরেই রান পেলেন শ্রেয়স আইয়ার। মঙ্গলবার মুম্বইয়ের হয়ে ৮২ রান করেন। একটুর জন্য হাতছাড়া হয় শতরান। যেভাবে খেলছিলেন শ্রেয়স, একশো অবধারিত ছিল। কিন্তু ৫৩ বলে ৮২ রান করে আউট হন। তারমধ্যে ছিল ১০টি চার এবং ৩টি ছয়। দীর্ঘদিন পর মাঠে ফেরেন শ্রেয়স। অক্টোবরে অস্ট্রেলিয়ায় তৃতীয় একদিনের ম্যাচে গুরুতর চোট পান মুম্বইয়ের অধিনায়ক। একসময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। বেশ কয়েকদিন সিডনির হাসপাতালে থাকতে হয়। তারপর দেশে ফেরেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন। ১১ জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ড সফর। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন শ্রেয়স।‌ বিজয় হাজারেতে রান পাওয়ায়, স্বস্তি পাবেন গৌতম গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট। 

প্রায় আড়াই মাস পর সম্পূর্ণ সুস্থ হয়ে আবার মাঠে ফিরেছেন তারকা ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচের জন্য সোমবার শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করা হয়। চোটের জন্য ছিটকে যান শার্দূল ঠাকুর। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরেন শ্রেয়স। গত বছর অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে গুরুতর চোট পান। মৃত্যুর মুখ থেকে ফেরেন। প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকার পর বাইশ গজে ফিরছেন। সোমবার মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাতিল বলেন, 'শার্দূল চোট পেয়েছে। ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের শিবম দুবে, সূর্যকুমার যাদবরা আছে। বাকি ম্যাচের জন্য শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা হয়েছে।' যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে শার্দূলের চোটের ধরন জানানো হয়নি। এদিন শ্রেয়স রান পেলেও, ব্যর্থ হন সূর্যকুমার যাদব (২১) এবং যশস্বী জয়েসওয়াল (১৫)। টানা রানের খরা চলছে স্কাইয়ের। টি-২০ বিশ্বকাপের আগে যা চিন্তার। এদিন হিমাচল প্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই। অন্যদিকে হরিয়ানা এবং অন্ধ্র প্রদেশের ম্যাচে ১১২ রান করেন এইচজে রানা। দ্বিশতরান করেন হায়দরাবাদের আমান রাও।