আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সে শ্রেয়স আইয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, রিটেনশন তালিকায় তাঁর নাম নেই। এবার তাতে সিলমোহর পড়ল। আইপিএল জয়ী অধিনায়ককে ছেড়ে দিচ্ছে কেকেআর। দিল্লি ক্যাপিটলস থেকে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন শ্রেয়স। তাঁর নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল জেতে কলকাতা। কিন্তু তারপর থেকে তাঁর গ্রাফ নিম্নমুখী। পড়তে শুরু করে দর। ফর্ম হারান। জাতীয় দল থেকে বাদ পড়েন। সবমিলিয়ে শ্রেয়সের আন্তর্জাতিক কেরিয়ার কিছুটা হলেও ধাক্কা খায়। একটি রিপোর্ট অনুযায়ী, কেকেআরের কাছে বিশাল দর হাঁকিয়ে বসেন মুম্বইকর। কিন্তু তাঁর এই দাবি মানতে রাজি নয় নাইট ম্যানেজমেন্ট। যার ফলে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি তাঁর ফিটনেস, বর্তমান ফর্ম, ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়সের পিছনে বিশাল অঙ্ক খরচ করতে চায় না কেকেআর। তাঁর হাঁকানো দর ফ্র্যাঞ্চাজির ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একটা সময় পর্যন্ত কলকাতার রিটেনশন তালিকায় ছিল না আইপিএল জয়ী অধিনায়কের নাম। তালিকা জমা দেওয়ার চূড়ান্ত দিনের দু'দিন আগে শ্রেয়সের সঙ্গে আলোচনা শুরু করে নাইট ম্যানেজমেন্ট। তাঁর আগে যোগাযোগই করা হয়নি। কিন্তু শেষপর্যন্ত আলোচনা ফলপ্রসূ হয়নি। ২০২২ সালের নিলামে ১২.৫ কোটিতে কেকেআরে যোগ দেন। কিন্তু পারফরম্যান্স আশানুরূপ হয়নি। ধারাবাহিকতার অভাব ছিল। তাঁর জাতের প্লেয়ারের থেকে অনেক বেশি প্রত্যাশিত। কেকেআর তাঁকে রিটেন করবে না বোঝার পর থেকে শ্রেয়সের সঙ্গে দুটো ফ্রাঞ্চাইজি যোগাযোগ করে। কিন্তু নিলামে উঠলে শেষপর্যন্ত কী হবে আগাম বোঝা সম্ভব নয়। তবে আইপিএল জয়ী অধিনায়ককে পেতে ঝাঁপাবে দিল্লি, পাঞ্জাবের মতো দলগুলো, যারা অধিনায়কের খোঁজে। কেকেআরের রিটেনশন‌ তালিকায় আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা নিশ্চিত। রাইট টু ম্যাচ কার্ড দিয়ে বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার বা নীতিশ রানার মধ্যে একজনকে রাখা হবে।