আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার জন্য বড় স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে গুরুতর চোট পাওয়ার পর দ্রুত সেরে উঠছেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথে তিনি বড় এক ধাপ এগোলেন। অস্ট্রেলিয়ায় চোট পাওয়ার পর দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন শ্রেয়স।

তবে বুধবার ৩১ বছর বয়সি এই ব্যাটার অস্ট্রেলিার পর মুম্বইয়ে নিজের প্রথম ব্যাটিং সেশন সম্পন্ন করেন। অস্ট্রেলিয়া সফরে ভয়াবহ চোট পাওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম পূর্ণাঙ্গ ব্যাটিং সেশন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক ঘণ্টা ব্যাট করেন শ্রেয়স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে কোনও ব্যথা বা অস্বস্তি অনুভব করেননি তিনি।

সফল নেট সেশনের পর রিহ্যাবের পরবর্তী ধাপে এগোতে শ্রেয়স আইয়ার বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

যদিও মাঠে ফেরার নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে দ্রুত প্রত্যাবর্তনের জন্য তিনি আগ্রহী। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে চলতি ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে খেলার চেষ্টা করছেন শ্রেয়স।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এক বিসিসিআই সূত্র জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় শ্রেয়স আইয়ারের চোট অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল এবং এর ফলে তিনি দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। তবে ইতিবাচক বিষয় হল, তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং বুধবার মুম্বইয়ে কোনও সমস্যাই ছাড়াই ব্যাটিং করেছেন। ভারতের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।  সেখানে তাঁর খেলা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা থাকলেও, বিজয় হাজারে ট্রফির শেষের দিকে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

সেন্টার অফ এক্সেলেন্সে একাধিক শারীরিক পরীক্ষার পরই তাঁর কামব্যাক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রেয়স চার থেকে ছ’দিন বেঙ্গালুরুতে থাকবেন বলে জানা গেছে।

এই সময়ে মেডিক্যাল টিম ও সাপোর্ট স্টাফরা তাঁর ফিটনেস এবং শারীরিক ক্ষমতার দিকটা পর্যবেক্ষণ করবেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হবে কবে তিনি আবার পুরো মাত্রায় ক্রিকেটে ফিরতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পেটে গুরুতর আঘাত পান শ্রেয়স আইয়ার। সেই চোটের কারণে তিনি সম্পূর্ণ সাইডলাইনে চলে যান এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই সিরিজ খেলতে পারেননি।

তবে এখন তাঁর সুস্থতার অগ্রগতি আশা জোগাচ্ছে ভক্তদের। নিয়মিত জিম ও ফিটনেস রুটিনে ফিরে গিয়েছেন শ্রেয়স। চোট-পরবর্তী সব স্ক্যান ও মেডিক্যাল রিপোর্টও স্বাভাবিক এসেছে, নতুন কোনও জটিলতার ইঙ্গিত মেলেনি।

আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরবর্তী ওডিআই সিরিজ শুরু হওয়ার কথা। ফলে শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তনের সময়সূচি কিছুটা চাপের হলেও, এই মুহূর্তে তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় সুখবর।