আজকাল ওয়েবডেস্ক:‌ আরসিবি ঝড়ে একেবারে কুপোকাত পাঞ্জাব কিংস। আট উইকেটে হার। তার চেয়েও বড় কথা মাত্র ১০১ রানে অলআউট হয়ে যাওয়া। ন্যূনতম লড়াইও করতে পারেনি পাঞ্জাব। তাও আবার মুল্লানপুর অর্থাৎ নিজেদেরই হোম গ্রাউন্ডে। 


ম্যাচ হারের পর উইকেটের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রেয়স। বলে দিয়েছেন, ‘‌একটা লড়াই হেরেছি। তবে যুদ্ধে নয়।’‌ এটা ঘটনা আরসিবি পেসার থেকে শুরু করে স্পিনার সুয়াশ শর্মার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন পাঞ্জাব ব্যাটাররা। শ্রেয়স অবশ্য জানিয়েছেন, ‘‌নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছি না। এই ধরনের উইকেটে দলের ব্যাটিং নিয়ে আরও ভাবতে হবে। আমরা এই মাঠে যে কটা ম্যাচ খেলেছি। সব ম্যাচেই উইকেটে বাড়তি বাউন্স ছিল। উইকেট সব সময় এক ছিল না।’‌


তবে হারের জন্য এগুলোকে অজুহাত করতে চান না পাঞ্জাব অধিনায়ক। বলেছেন, ‘‌পেশাদারদের অজুহাত খাড়া করতে নেই। আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারিনি। এই বিষয়টা নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে ভাবতে হবে। কাজ করতে হবে।’‌ শ্রেয়সের কথায়, ‘‌আমাদের পরিকল্পনা ঠিকই ছিল। কিন্তু মাঠে তা বাস্তবায়িত করতে পারিনি। বোলারদেরও দোষ দিচ্ছি না। রানটা সত্যিই বড্ড কম হয়ে গিয়েছিল। এই রান ডিফেন্ড করা সহজ নয়।’‌


এদিকে, আরসিবি অধিনায়ক রজত পতিদার আবার সুয়াশের প্রশংসায় পঞ্চমুখ। বলে দিয়েছেন, ‘‌দুর্দান্ত বল করেছে। নিজের শক্তি কাজে লাগিয়েছে।’‌ পাশাপাশি ফিল সল্টের প্রশংসাও শোনা গিয়েছে পতিদারের মুখে।