আজকাল ওয়েবডেস্ক:‌ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল শ্রেয়স আইয়ারকে। 


আপাতত ছুটি কাটাচ্ছেন শ্রেয়স আইয়ার। সমুদ্রসৈকতে বসে থাকার একটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, মাথায় হ্যাট ও রোদচশমা রয়েছে তাঁর। হাসিমুখে ছবি দিয়ে শ্রেয়স লেখেন, ‘‌সূর্যের তাপ শরীরের পক্ষে খুব ভাল। ফিরতে পেরে খুব ভাল লাগছে। প্রত্যেকের ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’‌


শ্রেয়স এখন কোথায় আছেন তা অবশ্য জানা যায়নি। তবে যে সৈকতে তিনি সেলফি তুলেছেন তা দেখে বিদেশের সমুদ্রসৈকত বলেই মনে হচ্ছে। হতে পারে এখনও অস্ট্রেলিয়াতেই রয়েছেন তিনি। বা হয়তো অন্য কোনও দেশে ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটার।


প্রসঙ্গত, ২৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মাঝে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স। তাঁর চোট কতটা গুরুতর, তা প্রথমে বোঝা যায়নি। পরে জানা যায়, সাজঘরে ফিরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। আইসিইউ–তে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল, পাঁজর থেকে রক্তক্ষরণ হচ্ছিল শ্রেয়সের। ফলে চিকিৎসকরাও চিন্তায় ছিলেন। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন শ্রেয়স। হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলও শ্রেয়সের দিকে নজর রেখেছিল। ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনিই শ্রেয়সের শারীরিক অবস্থার খবর দিচ্ছিলেন।


আপাতত তিন মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে শ্রেয়সকে। তিনি আবার কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেওয়া হয়নি শ্রেয়সকে। প্রোটিয়াদের বিরুদ্ধে একদিন ও টি–টোয়েন্টি সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা নেই। আপাতত সুস্থ হয়ে উঠছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। এখন দেখার টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয় ওঠেন কিনা।