আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বাঁ হাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কোনওভাবেই দলে রাখা যাবে না। কলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছিল বিসিসিআই।
আর এরপরই কলকাতা নাইট রাইডার্স জানিয়ে দেয় তারা মুস্তাফিজুরকে রিলিজ করে দিচ্ছে।
তার পর মুস্তাফিজুরকে নিয়ে ঘূর্ণাবর্ত অন্য দিকে মোড় নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থির করেছে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে না।
কিন্তু কেকেআর মুস্তাফিজুরের পরিবর্তে কাকে দলে নেবে?
বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে পরামর্শ দি.য়ে বলছেন, দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জ্যানসেনের ভাই ডুয়ান জ্যানসেন মন্দ অপশন নন। তাঁর ব্যাটের হাতও বেশ ভাল বলে উল্লেখ করেছেন শ্রীবৎস। জোবার্গ সুপার কিংসের হয়ে দক্ষিণ আফ্রিকা ২০-তে দুর্দান্ত পারফরম্যান্স করেন।
তবে মুস্তাফিজুরের পরিবর্তে কাকে দলে নিচ্ছে কেকেআর এই ব্যাপারে এখনও সরকারিভাবে কিছু জানায়নি তিনবারের আইপিএল জয়ী দল।
এদিকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমতে শুরু করেছে।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থির করেছে বিসিসিআই-এর সঙ্গে তারা কথা বলবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না তারা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই আইসিসির এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ভারতে আসবে না বলে বিবৃতি দিয়েছে। আইসিসি-কে পাঠানো মেলে একথাই জানিয়েছে বিসিবি। বাংলাদেশের এহেন সিদ্ধান্তের পরে এই সিদ্ধান্তের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু সংক্রান্ত বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলাদেশের পাঠানো মেলের জবাব এখনও পাঠায়নি আইসিসি। সেই মেলের অপেক্ষায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথা বলবেন না। আমিনুল বলেছেন, ''ক্রিকেট বোর্ডের সমস্ত ডিরেক্টরদের সঙ্গে দু' দফায় আলোচনা করেছি আমরা। তার পরে সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে ভারতে দল পাঠানো একেবারেই নিরাপদ নয় বলে আমরা মনে করছি।''
আমিনুল যোগ করেন, ''আইসিসি-কে আমরা চিঠি পাঠিয়েছি। যা বলার সেটা পরিষ্কার করে আমরা জানিয়েছি আইসিসিকে। আমাদের কাছে নিরাপত্তা বড় বিষয়। সেটাই আমরা অনুসরণ করছি। আইসিসি-কে আমরা মেল করেছি। আশা করছি আইসিসি-র সঙ্গে দ্রুত আমরা মিটিং করবো। আমাদের আশঙ্কার কথা ওদের জানাতে পারব।''
Marco Jansen’s brother duan Jansen isn’t a bad replacement option for the @KKRiders. Like for like and also can defo bat better. Get him @KKRiders.
— Shreevats goswami (@shreevats1)Tweet by @shreevats1
আইসিসি-র মেলের উপরে নির্ভর করছে বিসিবি-র পরবর্তী পদক্ষেপ। আইসিসি কী জবাব দেয়, তা জানা নেই কারওরই। তাই অপেক্ষা করছে বিসিবি। আমিনুল বলছেন, ''আমরা বিসিসিআই-এর সঙ্গে কথা বলব না। কারণ ইভেন্টটা আইসিসির। আমরা আইসিসি-র সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের সঙ্গেই কথাবার্তা বলছি।''
