আজকাল ওয়েবডেস্ক: দু’ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক ৩০ রানের হারের পর সময় নষ্ট না করেই আবার অনুশীলনে ফিরেছে টিম ইন্ডিয়া।

কলকাতায় প্রোটিয়াদের স্পিন অ্যাটাকের কাছে ব্যর্থ হওয়ার মাত্র দু’দিন পরই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। শনিবার থেকে গুয়াহাটিতে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে আরও কিছু অতিরিক্ত সময় কাজে লাগাতে মঙ্গলবার ইডেন গার্ডেনে অনুশীলন করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের।

হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সহ সকলকেই মাঠে পৌঁছে প্রস্তুতি সারতে দেখা যায় এদিন সকালে। অধিনায়ক শুভমান গিল উপস্থিত না থাকলেও একাধিক ব্যাটার নেটে ঘাম ঝরান।

উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল ও অলরাউন্ডার রবিশঙ্কর জাদেজা নেটে ব্যাটিং করেন। যেখানে বোলিংয়ে ছিলেন আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি কলকাতার স্থানীয় নেট বোলাররা।

প্রথম টেস্টে মাত্র আড়াই দিনের মধ্যেই হারতে হয় ভারতকে। ১২৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে পারেনি গিলবিহীন ভারত। গিল প্রথম ইনিংসে ঘাড়ে চোট পেয়ে পরে হাসপাতালে ভর্তি হওয়ায় খেলতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার, কেশব মহারাজ ও আইডেন মার্করামের স্পিন-আক্রমণের সামনে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। দলের অনুরোধে প্রথম টেস্টের আগে শুকনো পিচ প্রস্তুত করা হয়েছিল, যা উল্টো বুমেরাং হয়ে দাঁড়ায়।

তবে সোমবার থেকেই পিচে জল দেওয়া শুরু হয় যাতে দল অনুশীলন করতে পারে। মঙ্গলবার নেটে নজর কাড়েন সাই সুদর্শন। মাথায় তাঁর স্বভাবসুলভ হেডব্যান্ড, সামনে পেসাররা। নেটে দারুণ টাইমিংয়ে বেশ কিছু শট খেলতে দেখা গেছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতেও দেখা যায়, সাম্প্রতিক কালে নেট সেশনের মতোই মনোযোগী ছিলেন বাঁহাতি এই ব্যাটার। প্রথম টেস্টে জায়গা হারিয়েছিলেন তিনি, যেখানে তিন নম্বর পজিশনে খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর।

ওয়াশিংটন সুন্দরকেও দেখা যায় নেটে জাদেজাকে বোলিং করতে। ধ্রুব জুরেলও নেট বোলারদের মুখোমুখি হন। দ্বিতীয় টেস্টে অধিনায়ক শুভমান গিলকে পাওয়া যাবে না এটা একপ্রকার নিশ্চিত।

প্রথম টেস্টে চোট পাওয়ার পর থেকে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চোটের ধরণ এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় ভারতীয় দল তাকে ঝুঁকি নিয়ে খেলাতে চাইবে না বলেই মনে করা হচ্ছে।