আজকাল ওয়েবডেস্ক: কানপুর টেস্ট শুরুর আগেরদিন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন শাকিব আল হাসান। জানিয়েছিলেন মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলে সাদা পোশাক তুলে রাখবেন তিনি। ২১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।  

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে রয়েছেন বহু যুদ্ধের সৈনিক শাকিব। তাঁকে নিয়ে অনিশ্চয়তা ছিল গোড়ায়। কিন্তু আপাতত তা দূর হয়েছে। শাকিবের মনোস্কামনা পূরণ হতে চলেছে। বুধবার সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

হাতুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। তাঁর পরিবর্তে নতুন কোচ করা হয়েছে ফিল সিমন্সকে। তিনিও পা রেখেছেন ঢাকায়। ক্রিকেট উত্তাপ ঢাকায়। 

প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দল:  নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।