আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের মালিকানা বদলাচ্ছে? সম্প্রতি এরকম একটি খবর ঘিরে জল্পনা ছড়ায়। এখন যা শোনা গেল, তাতে কেকেআরের সর্বেসর্বা হতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খানই। কারণ কেকেআরের শেয়ারের ৯০ শতাংশ চলে আসছে কিং খানের হাতে। মেহতা গ্রুপের হাতে থাকা ৩৫ শতাংশ শেয়ার কিনে নিচ্ছেন শাহরুখ।
এটা ঘটনা, সম্প্রতি শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সে নিজের শেয়ার বিক্রি করতে চাইছেন জয় মেহতা। আর এবার জানা গেল, শাহরুখ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন মেহতা গ্রুপের থেকে ওই শেয়ার তিনি কিনে নেবেন। যার বাজার মূল্য ৪ হাজার কোটি টাকা। আর সেই প্রক্রিয়া সম্পন্ন হলে কলকাতা নাইট রাইডার্সের ৯০ শতাংশ শেয়ার চলে আসবে শাহরুখ খানের হাতে।
এটা ঘটনা, এই মুহূর্তে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্টের হাতে রয়েছে কেকেআরের ৫৫ শতাংশ শেয়ার। আর মেহতা গ্রুপের হাতে রয়েছে ৪৫ শতাংশ শেয়ার। সূত্রের খবর, মেহতা গ্রুপের থেকে শাহরুখ ৩৫ শতাংশ শেয়ার কিনে নেবেন। যার ফলে তিনি কেকেআরের ৯০ শতাংশ শেয়ারের মালিক হবেন। এর অর্থ, কলকাতা নাইট রাইডার্সের সর্বেসর্বা হতে চলেছেন কিং খানই।
২০০৮ সালে কলকাতা ফ্রাঞ্চাইজির মালিকানা কিনেছিলেন শাহরুখ। নাম হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই থেকেই দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকেছেন। ক্রিকেটারদের উৎসাহিত করেছেন। দল জিতলে পুরস্কৃতও করেছেন। তবে মেহতা গ্রুপের অবদানও ভোলার নয়।
প্রসঙ্গত, যে সময় ওই দুই সংস্থা যৌথভাবে নাইটদের মালিকানা পায়, সেসময়ের তুলনায় নাইটদের বর্তমান বাজারমূল্য অনেক বেশি। তাই মেহতা গ্রুপ মূলধন বাড়াতে নিজেদের শেয়ারের বেশিরভাগটা বিক্রি করতে চাইছে। আর শাহরুখ সেটা কিনে নিতে চাইছেন।
তবে মেহতারা পুরোপুরি নাইটদের মালিকানা ছাড়ছে না। জুহি চাওলার হাতে থাকা ১০ শতাংশ শেয়ার তিনি রেখে দিচ্ছেন।
এটা ঘটনা, এখনও অবধি তিন বার আইপিএল জিতেছে কলকাতা। ২০১২, ২০১৪ সালের পর ২০২৪ সালে। প্রথম দুই বার গৌতম গম্ভীর ছিলেন অধিনায়ক। আর শেষবার ছিলেন মেন্টর। তবে ২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন গম্ভীর। ২০২৫ আইপিএলে মোটেই ভাল খেলতে পারেনি কেকেআর। তবে ২০২৬ মিনি নিলামে বেশ কিছু দারুণ ক্রিকেটার কিনেছে কেকেআর। এখন দেখার পারফরম্যান্স কেমন হয়।
