আজকাল ওয়েবডেস্ক: ইন্টার মায়ামি ও প্রাক্তন বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুসকেটস জানিয়ে দিলেন, ২০২৫ মেজর লিগ সকার মরশুম শেষ হলেই তিনি বিদায় জানাবেন ফুটবলকে। আধুনিক ফুটবলের অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কেরিয়ারের ইতি টানবেন ৩৭ বছর বয়সে। সামাজিক মাধ্যমে বুসকেটস লিখেছেন—প্রায় দুই দশকের কেরিয়ারকে স্বপ্নপূরণের মতোই ভেবেছেন তিনি, আর সেই পথচলার জন্য কৃতজ্ঞ।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে বুসকেটস দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন। লিওনেল মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে তিনি এনে দেন ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৪ সালের সাপোর্টার্স’ শিল্ড। শেষ মরশুমে লক্ষ্য ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতানো।
বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসে ২০০৮ সালে পেপ গার্দিওলার অধীনে সিনিয়র দলে অভিষেক হয় বুসকেটসের। দীর্ঘ ১৮ বছরে কাতালান ক্লাবের জার্সিতে খেলেছেন ৭২২ ম্যাচ, জিতেছেন ৩৪টি ট্রফি—যার মধ্যে ৯টি লা লিগা, ৭টি কোপা দেল রে এবং ৩টি চ্যাম্পিয়ন্স লিগ। ইতিহাসে সবচেয়ে বেশি এল ক্লাসিকো ম্যাচ খেলার রেকর্ডও তাঁর (৪৮)।
আন্তর্জাতিক অঙ্গনেও সোনালি অধ্যায় গড়েছেন তিনি। স্পেনের হয়ে খেলেছেন ১৪৩টি ম্যাচ। দলের মিডফিল্ডে মূল ভরসা হয়ে ছিলেন ২০১০ সালের বিশ্বকাপ জয় এবং ২০১২ সালের ইউরো জয়ের সময়। জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে মিলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড ত্রয়ী গড়ে তুলেছিলেন তিনি।
২০২২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আমেরিকার মাটিতে নতুন যাত্রা শুরু করেন বুসকেটস। ইন্টার মায়ামির হয়ে শেষ দু’টি মরশুমেও একইভাবে নেতৃত্ব দিয়েছেন, অভিজ্ঞতার ছাপ রেখেছেন মাঠে, কেরিয়ারের শেষ প্রান্তেও থেকেছেন দলের মিডফিল্ড জেনারেল।
মায়ামির হয়ে গত ম্যাচেও ছাপ রেখেছেন স্প্যানিশ মিডফিল্ডার। ৪৩ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন রদ্রিগেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের মায়ামির আক্রমণ। নিউ ইয়র্কের গোলকিপার দলকে বাঁচান। ৭৪ মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে গোল করেন মেসি। তার পরের গোলটিও দেখার মতো। মাঝমাঠের কাছ থেকে বল ধরে দু'জনকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন।
মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নিউ ইয়র্ক সিটি এফসিকে। প্লে অফে পৌঁছে গেল মায়ামি। মায়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগেস। এর পরে ১২ মিনিটের মধ্যে জোড়া গোল মেসির। ২৩ ম্যাচে তাঁর গোল এখন ২৪টি। মেসির জোড়া গোলের মাঝেই পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।
