আজকাল ওয়েবডেস্ক: জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আবার বোমাতঙ্ক। এক সপ্তাহের বিরতির পর ফের ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। জয়পুরের মাঠে রয়েছে তিনটি খেলা। কিন্তু একের পর এক বোমা মারার হুমকি আসছে সেই স্টেডিয়ামে।
এক বা দু’বার নয়। অন্তত তিন থেকে চার বার এল হুমকি। একের পর এক হুমকি ইমেল চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের।
প্রসঙ্গত, গত ৮ এবং ১২ মে রাজস্থান ক্রীড়া সংসদের অফিসে হুমকি ইমেল এসেছিল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার। ইমেলে বলা হয়েছিল, স্টেডিয়ামে বোমা রাখা আছে। ১৩ মে মঙ্গলবার দুপুরে ফের হুমকি ইমেল আসে। এই হুমকি ইমেল পেয়েই গোটা স্টেডিয়ামে তল্লাশি শুরু করে পুলিশ। যদিও সবকটি ভুয়ো বলে জানিয়েছে পুলিশ। তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের মুখ্য কর্তা নীরজ কে পবন জানিয়েছেন, স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। ফলে সমর্থকদের আতঙ্কিত হওয়ার একদমই দরকার নেই। সবাইকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া যায়, তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে।
২৮ মে রাজস্থান বনাম পাঞ্জাবের খেলা রয়েছে জয়পুরে। তারপর পাঞ্জাব বনাম দিল্লি এবং পাঞ্জাব বনাম মুম্বইয়ের খেলাও রয়েছে সোয়াই মান সিং স্টেডিয়ামে।
আইপিএলের পরিবর্তিত সূচি ঘোষিত হওয়ার পর তাই বিসিসিআই বেশ চিন্তায় পড়ে গিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, আগের দু’বারের মতো এবারও এসেছে ভুয়ো মেল। তবুও সাবধানের মার নেই। নিরাপত্তা আঁটোসাটো করা হল সোয়াই মান সিং স্টেডিয়ামের।
