আজকাল ওয়েবডেস্ক: একের পর এক ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য ওভাল টেস্ট খেলতে পারছেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। এবার চোটের জন্য ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার ক্রিস ওকস। বৃহস্পতিবার খেলার শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান ওকস। তখনই বোঝা গিয়েছিল, ওকসের চোট যথেষ্ট গুরুতর।
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই ছিটকে গেলেন ওকস। শুক্রবার সকালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দিয়েছে, ওভাল টেস্টে আর খেলতে পারবেন না ওকস। তবে তাঁর চোট কতটা গুরুতর, তা জানানো হয়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওকসের মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
ওভাল টেস্টের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার ভারতের ইনিংসের ৫৭ তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি বাঁচালেও চোট পান। ঝাঁপিয়ে বাউন্ডারি বাঁচানোর সময় বাঁ কাঁধে চোট লাগে তাঁর। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ইংল্যান্ডের ফিজিওর সাহায্য নিয়ে বাঁ হাতে সোয়েটার জড়িয়ে মাঠ ছাড়েন। বৃহস্পতিবার রাতেই স্ক্যান করানো হয়। শুক্রবার রিপোর্ট পাওয়ার বোঝা যাবে, তাঁর মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে।
এটা ঘটনা, চলতি সিরিজে সবচেয়ে বেশি বল করেছেন ক্রিস ওকস। বৃহস্পতিবার চোট পেয়ে মাঠ ছাড়ার আগে লোকেশ রাহুলের উইকেটও নেন তিনি। দ্বিতীয় দিন সকালে খেলা শুরুর আগেই ইসিবির এক্স হ্যান্ডেলে জানানো হয়, পঞ্চম টেস্টে আর খেলতে পারবেন না ওকস। সিরিজের পর তাঁর চোট নিয়ে পরীক্ষা করা হবে। অর্থাৎ একজন বোলার কম নিয়ে বাকি চারদিন খেলতে হবে ইংল্যান্ডকে। এমনিতেই জোফ্রা আর্চার এবং ব্রাইডন কার্সকে বাদ দিয়ে এই টেস্টে খেলছেন অলি পোপরা। তার উপর ম্যাচের মাঝপথে ওকসের ছিটকে যাওয়ার ফলে ইংল্যান্ডের বোলিং লাইন আপ দুর্বল হয়ে পড়ল।
এমনকি ওকসের পরিবর্ত হিসাবে কোনও বোলারকেও নিতে পারবে না ইংল্যান্ড। কারণ আইসিসির নিয়ম বলছে, চোট পেয়ে কোনও ব্যাটার যদি ব্যাট করতে না পারেন তাহলে অন্য কাউকে পরিবর্ত ব্যাটার হিসাবে নামানো যাবে না, ব্যতিক্রম কনকাশন সাব। একই নিয়ম প্রযোজ্য বোলারদের জন্য। যেমনটা হয়েছিল চতুর্থ টেস্টে ঋষভ পন্থের চোট পাওয়ার পর। যদিও তিনি চোট নিয়েই প্রথম ইনিংসে ব্যাট করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার প্রয়োজন হয়নি। জাদেজা ও সুন্দর ম্যাচ বাঁচিয়ে দেওয়ায়। তবে এবার ইংল্যান্ডকে শেষ টেস্ট খেলতে হবে এক জন কম বোলার এবং ব্যাটার নিয়ে। কারণ ওকসের ব্যাটের হাতটাও যে বেশ ভাল।
এদিকে ওভাল টেস্টে ভারত অল আউট হয়ে গেল ২২৪ রানে। প্রথম দিনের শেষে রান ছিল ৬ উইকেটে ২০৬। এদিন মাত্র ১৮ রান যোগ করল টিম ইন্ডিয়া। পড়ল চার উইকেট। ৫৭ রানে ফিরলেন করুণ নায়ার। ওয়াশিংটন সুন্দর করেছেন ২৬। মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা খাতাই খুলতে পারেননি। ইংরেজ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন পেয়েছেন পাঁচ উইকেট। জস টংগ পেলেন তিন উইকেট।
