আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। হঠাৎ করে বিশ্বকাপের টিকিট পেয়ে যাওয়ায় কী বলছে তারা? 
নিরাপত্তা আশঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে বাংলাদেশকে তার গুণাগার দিতে হয়েছে। 
বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। 
স্কটল্যান্ডের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী টম মুডি বলেছেন, ''আমরা এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি। বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার একটি যোগ্যতা প্রক্রিয়া আছে, নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই আমরা বিশ্বকাপ খেলতে চেয়েছিলাম।''মুডির সংযোজন, ''কেউই আমাদের মতো করে যোগ্যতা অর্জন করতে, অংশগ্রহণ করতে বা বিশ্বকাপে আমন্ত্রণ পেতে চায় না। বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে নেই, ওদের কষ্ট অনুভব করছি।'' 

এদিকে বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডের দল ঘোষণা হয়ে গিয়েছে। সেই দলে রয়েছেন  পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফও। কিন্তু ভারতে আসার ভিসা কি পাবেন তিনি? চলতি সপ্তাহের শেষের দিকে ভারতে ওড়ার কথা স্কটল্যান্ডের। 

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের বরফ গলার নাম নেই। এর ফলে 
পাক নাগরিক বা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতের ভিসা পেতে সমস্যা হচ্ছে। ক্রিকেটেও পড়েছে এর প্রভাব। প্রশ্ন উঠছে সাফিয়ান শরিফকে নিয়েও। তবে স্কটল্যান্ড কিন্তু সময়মতো ভিসা পাওয়ার ব্যাপারে আশাপ্রকাশ করছে।  কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ স্কটল্যান্ডের। তার আগেই সফিয়ান হয়তো ভিসা পেয়ে যাবেন। 
বাংলাদেশ সরে যাওয়ায় হঠাৎ করেই বিশ্বকাপের দরজা খুলে গিয়েছে স্কটল্যান্ডের জন্য। ফলে সেভাবে অনুশীলন করে উঠতে পারেনি তারা। 
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড সুপার এইটের কাছাকাছি পৌঁছেও সুপার এইটের টিকিট জোগাড় করতে পারেনি।  এবার কী করে সেটাই দেখার। 

টি–টুয়েন্টি বিশ্বকাপে ঘোষিত স্কটল্যান্ড দল:  রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাড কারি,ওলি ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লা এহসান,  মাইকেল জোন্স, মাইকেল লিস্ক,ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।