আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকায় বিভিন্ন দেশের নাগরিকদের প্রবেশে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে, ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। আমেরিকা অন্যতম আয়োজক। এছাড়াও মেক্সিকো ও কানাডাতেও হবে বিশ্বকাপের খেলা। 


এটা ঘটনা, ডোনাল্ড ট্রাম্পের জমানায় ফুটবলপ্রেমীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই আমেরিকায় আয়োজিত ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে সেপ ব্লাটার বলেন, আমেরিকার সীমান্ত পেরতে গিয়ে ফুটবলপ্রেমীদের রীতিমতো হেনস্থার মধ্যে পড়তে হবে। যদি অভিবাসন আধিকারিকদের সন্তুষ্ট করতে না পারেন তাহলে প্রবল ভোগান্তি হবে ফুটবলপ্রেমীদের। তাই আমেরিকায় বিশ্বকাপ বয়কট করা উচিত। 


এটা ঘটনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দেশকে অভিবাসীমুক্ত করে তুলতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই আমেরিকা থেকে হাজারে হাজারে মানুষকে ফেরত পাঠানো হয়েছে তাঁদের জন্মভূমিতে। ৭৫টি দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ। সেই সমস্ত দেশের তালিকায় রয়েছে ইরান, ব্রাজিল–সহ আরও বেশ কয়েকটি দেশ যারা বিশ্বকাপে খেলবে। সেই দেশগুলির ফুটবলার, দর্শক, সাংবাদিকরা আদৌ ভিসা পাবেন কিনা সন্দেহ রয়েছে। যদিও ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে ফুটবলারদের জন্য তাঁর দেশের দরজা খোলা।


কিন্তু ট্রাম্পের এই আশ্বাস বাস্তবে কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমেরিকার বর্তমান পরিস্থিতি ফুটবলপ্রেমীদের পক্ষে মোটেও সুখকর নয়। একটি সাক্ষাৎকারে ব্লাটার এও বলেন, ‘‌পুরো পরিস্থিতি যদি খতিয়ে দেখা হয় তাহলে ফুটবলভক্তদের জন্য আমার একটাই উপদেশ, আমেরিকায় যেও না। কারণ সীমান্ত পেরনোর সময়ে তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতে পারেন অভিবাসন আধিকারিকরা। পছন্দ না হলে পরের বিমানেই ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে ফুটবলপ্রেমীদের।’‌ 


প্রসঙ্গত, গ্রিনল্যান্ড দখল করতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই কর্মকাণ্ডে বিরক্ত ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্স দাবি করেছিল, আমেরিকা থেকে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব ছিনিয়ে নেওয়া হোক। জার্মানিও একই সুরে গলা মিলিয়েছিল।