আজকাল ওয়েবডেস্ক: এবারও কপাল খুলবে না সঞ্জু স্যামসনের। টি -২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল। ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হবে কেএল রাহুলকে। আইপিএলে দুর্ধর্ষ ফর্মে থাকার জন্য সুযোগ পেতে পারেন শিবম দুবেও। বোর্ডের এক সূত্র থেকে তেমনই জানা যাচ্ছে। শনিবার দিল্লি ক্যাপিটলস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর টি-২০ বিশ্বকাপের দল বাছাই করা নিয়ে রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। বোর্ডের এক কর্তা জানান, "টি-২০ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ এবং কেএল রাহুলকে নেওয়া হবে। শিবম দুবেকেও সুযোগ দেওয়া হতে পারে।" ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে প্রত্যাবর্তনের পর চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন ঋষভ পন্থ। ১০ ম্যাচে ৩৭১ রান করেছেন। গড় ৪৬.৩৮। স্ট্রাইক রেট ১৬০.৬০। কমলা টুপির দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন পন্থ। অন্যদিকে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে আছেন কেএল রাহুল। ৯ ম্যাচে ৩৭৮ রান করেন। গড় ৪২। স্ট্রাইক রেট ১৪৪.২৭। শেষ দুই ম্যাচে দারুণ খেলেন। চেন্নাই সুপার কিংসের জয়ের পেছনে অবদান রাখছেন শিবম দুবে। একইসঙ্গে টি-২০ বিশ্বকাপের দরজায় কড়া নাড়ছেন। আট ম্যাচে ৩১১ রান করেছেন। গড় ৫১.৮৩। স্ট্রাইক রেট ১৬৯.৯৪। তারমধ্যে রয়েছে তিনটি অর্ধশতরান। চেন্নাইয়ের হয়ে এবার সর্বোচ্চ রান দুবের। আশা করা যাচ্ছে, আজ-কালের মধ্যেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
