আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন রেকর্ড সঞ্জু স্যামসনের। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ম্যাচে ব্যাক টু ব্যাক শতরান করলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। হায়দরাবাদের পর ডারবান। শুক্রবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে ৪৭ বলে শতরানে পৌঁছে যান সঞ্জু। এর আগে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ তে সেঞ্চুরি করেন। ৪৭ বলে ১১১ রান করেছিলেন। এদিন আন্তর্জাতিক টি-২০ তে নিজের দ্বিতীয় শতরান তুলে নেন। আরও একটি রেকর্ড করলেন ভারতের উইকেট কিপার ব্যাটার।‌

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ তে ভারতীয় ব্যাটারের দ্রুততম শতরান। এর আগে ৫৫ বলে একশো করেছিলেন সূর্যকুমার যাদব। এদিন তাঁকে ছাপিয়ে যান সঞ্জু। ৪৭ বলে শতরানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৯টি ছয়, ৭টি চার। মাত্র ২০ বল খেলে ৫০ রান থেকে একশোয় পৌঁছে যান সঞ্জু। শেষপর্যন্ত ৫০ বলে ১০৭ রান করে আউট হন। বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নেন ট্রিস্টান স্টাবস। সঞ্জুর ঝোড়ো ইনিংসে ছিল ১০টি ছয়, ৭টি চার। বাংলাদেশ সিরিজ থেকে ওপেন করছেন সঞ্জু। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দেন পুরো সিরিজেই তিনি ওপেন করবেন। প্রথম দুই ম্যাচে রান পাননি। কিন্তু তৃতীয় ম্যাচে দুরন্ত শতরান। শুক্রবার রাতে ডারবানে তাণ্ডব চালান।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান আইডেন মার্করাম। শুরুতেই অভিষেক শর্মার (৭) উইকেট হারালেও বিধ্বংসী মেজাজে ছিলেন সঞ্জু। প্রথম থেকেই নিজের মনোভাব স্পষ্ট করে দেন। একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন। তাঁকে কিছুটা সঙ্গত দেন সূর্যকুমার (২১) এবং তিলক বর্মা (৩৩)।তবে এদিন ম্যাচের নায়ক সঞ্জু। তিনি ব্যাট করার সময় মনে হচ্ছিল ভারত অনায়াসে ২৩০-২৪০ রানে পৌঁছে যাবে। কিন্তু সঞ্জু আউট হওয়ার পর রানের গতি কমে যায়। রান পাননি হার্দিক পাণ্ডিয়া (২), রিঙ্কু সিং (১১)। পরপর উইকেট হারাতে থাকে। শেষ পাঁচ ওভারে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের রান ২০২। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ২০৩ রান।