আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত মন্তব্য করে চর্চায় সঞ্জয় মঞ্জরেকর। উত্তর ভারতের খেলোয়াড়দের তিনি চেনেন না। তাঁদের প্রতি বিশেষ নজরও দেন না। মহিলাদের বিশ্বকাপের ধারাভাষ্য দেওয়ার সময়ে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মঞ্জরেকর। তাঁর এহেন মন্তব্যের পরে কেউ বলেছেন, এখনই মঞ্জরেকরকে ধারাভাষ্য থেকে অপসারিত করা হোক। আবার কেউ বলেছেন, মঞ্জরেকরের এহেন মন্তব্যের ফলে মুম্বইয়ের আধিপত্যের দিকটাই ফুটে উঠেছে।  

ঘটনাটা কী? মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার খেলা ছিল ভারত ও নিউ জিল্যান্ডের। ভারতের ব্যাটিংয়ের ১১-তম ওভারের ঘটনা। 

হরমনপ্রীতরা চার উইকেট হারিয়ে তখন ধুঁকছে। এমন সময়ে ভারতের মহিলা দলের হেড কোচ অমল মজুমদারকে ক্যামেরায় ধরা হয়। মঞ্জরেকর বলে ওঠেন, ''অমল মজুমদারকে বেশ খুশিই দেখাচ্ছে। ওর পাশে রয়েছে সহকারী কোচ আবিষ্কার সালভি।'' 

ক্যামেরায় দেখানো হয় ভারতের মহিলা দলের  ফিল্ডিং কোচ মণীশ বালিকে। মঞ্জরেকরের সঙ্গে থাকা সহকারী প্রশিক্ষক মণীশ বালির পরিচয় জিজ্ঞাসা করেন। সেই সময়ে মঞ্জরেকর বলে ওঠেন, ''দুঃখিত। আমি ওকে চিনতে পারছি না। উত্তরের খেলোয়াড়দের প্রতি আমি খুব একটা মনোযোগ দিই না।''

২০১৯ সালের বিশ্বকাপের সময়ে রবীন্দ্র জাদেজা প্রসঙ্গে মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন মঞ্জরেকর। নতুন করে বিতর্কে জড়ানোর পরে তাঁকে ধারাভাষ্য থেকে সরানোর দাবি উঠে গেল।