আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন একটি আকর্ষণীয় জায়গায় শেষ হয়েছে। দিনের শেষে ৯ উইকেট হারায় কিউয়িরা। রান ১৭১। ১৪৩ রানে এগিয়ে। হাতে মাত্র ১ উইকেট। নিউজিল্যান্ডের শেষ জুটি যদি লিড ১৬০ রানের বেশি করতে পারে, তাহলে সমস্যায় পড়ে যেতে পারে ভারত। এমনই মনে করছেন অনেকে। ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ ০-২ এ পিছিয়ে ভারত। হোয়াইটওয়াশ রুখতে মুম্বই টেস্ট জিততেই হবে। কিউয়িদের ২৩৫ রানে অলআউট করার পর, ২৬৩ রানে শেষ হয় ভারতের ইমিংস। মাত্র ২৮ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। 

স্পিনের বিরুদ্ধে ভারতের ব্যাটিং স্টাইলের কটাক্ষ করেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, 'তরুণ প্রজন্মকে স্পিনারদের বিরুদ্ধে ব্যাকফুটে খেলা শেখাতে হবে ভারতের ব্যাটিং কোচকে। তাতে নিজের উইকেট বাঁচানো সহজ হবে। রান করাও। পন্থ ছাড়া সব ব্যাটাররা ফ্রন্টফুটে স্পিন খেলতে গিয়ে আউট হয়েছে।' পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে একইভাবে আউট হয় নিউজিল্যান্ডের ব্যাটারররা। নিজের এক্স হ্যান্ডেলে সেই নিয়ে মঞ্জরেকর লেখেন, '২০০০ সালের পর থেকে ব্যাটারদের‌ মনোভাব বদলে গিয়েছে। প্রত্যেক বলে তাঁরা রান চায়। ২০০০ সালের আগে ব্যাটাররা ভাবত, পিচ খুব খারাপ নয়। টিকে থাকি, এবং লুজ বলের অপেক্ষা করি। বর্তমান ক্রিকেট সংস্কৃতির প্রভাব চিন্তাধারায় পড়ছে। ঠিক, ভুল বলে কিছু নেই।' রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ওয়াংখেড়ের উইকেটে ১৫০ এর বেশি রান তাড়া করে জেতা খুব সহজ হবে না। তাঁর সঙ্গে একমত অনিল কুম্বলেও। তাঁর ধারণা, চতুর্থ ইনিংসে দেড়শো রান তাড়া করা চ্যালেঞ্জিং হবে।