আজকাল ওয়েবডেস্ক: একসময়ে শাহরুখ খান ও প্রীতি জিন্টার ছবি 'বীরজারা'র কথা মনে করিয়ে দিয়েছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে। 

বছরের শুরুতে সেই বহু চর্চিত, হাই প্রোফাইল বিয়ে ভেঙে গিয়েছে। প্রাক্তন পাক অলরাউন্ডার শোয়েব মালিক বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে। 

বছরের প্রায় শেষ প্রান্তে পৌঁছে সানিয়াকে নিয়েও জোর গুঞ্জন। দ্বিতীয় বার কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? হায়দরাবাদি কন্যাকে নিয়ে জোর জল্পনা সমাজমাধ্যমে। উমের জসওয়ালের সঙ্গে জুড়ে গিয়েছে সানিয়ার নাম। কৌতূহল সবার, তবে কি ফের আরেক পাকিস্তানিকে বিয়ে করতে চলেছেন ভারতের টেনিস আইকন! 

যাঁর সঙ্গে সানিয়ার নাম জুড়েছে তিনি আবার শোয়েব মালিকের জীবনসঙ্গী সানা জাভেদের প্রাক্তন স্বামী। উল্লেখ্য, সঙ্গীতশিল্পী উমের জসওয়ালের সঙ্গে বিচ্ছেদের পরই সানা জাভেদ বিবাহসূত্রে আবদ্ধ হন শোয়েবের সঙ্গে। 

সানা জাভেদের প্রাক্তন স্বামীর সঙ্গেই সানিয়ার নাম জড়িয়ে চলছে জোর গুঞ্জন। তাঁকে নিয়ে, তাঁর বিয়ের জল্পনা নিয়ে যখন প্রবল চর্চা চলছে, তখন সানিয়া কোথায়? 

তিনি এখন দুবাইয়ে। একের পর এক ছবি-ভিডিও তিনি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে সানিয়া তাঁর বোন আনাম মির্জার হাত ধরে রয়েছেন। সঙ্গে রয়েছে সানিয়ার ছেলে ইজহান এবং আনমের মেয়েও। ভিডিওয় শোনা যাচ্ছে জনপ্রিয় 'তু হ্যায় তো' গানটি। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anam Mirza (@anammirzaaa)