আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে টেনিস অতীত। কোর্টে আর দেখা যায় না তাঁকে। টেনিস থেকে অবসর নিয়েছেন। এবার নতুন অভিযানে সানিয়া মির্জা। নতুন ব্যবসা শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী। দেশের সেরা মহিলা অ্যাথলিটদের সাহায্য করতে শুরু করলেন নতুন প্রকল্প - দ্য নেক্সট সেট। টেনিসের জন্য আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। এবার এই খেলাকে কিছু ফিরিয়ে দিতে চান। মহিলা অ্যাথলিটদের উচ্চ পর্যায় পরিকাঠামোগত সাহায্য করার জন্য একটা পেশাদার ইকোসিস্টেম গড়ার চেষ্টা করছেন। প্রতিভা এবং পারফরম্যান্সের মধ্যে দূরত্ব কমানো লক্ষ্য। টেনিস দিয়েই সেই প্রক্রিয়া শুরু হবে। একটি পেশাদার সাপোর্ট নেটওয়ার্ক সৃষ্টি করতে চান। তাতে থাকবে কোচ, ফিজিওথেরাপিস্ট এবং ফিটনেস ট্রেনার। যারা টুর্নামেন্টে প্লেয়ারদের সঙ্গে যেতে পারবে। সানিয়া মনে করেন, সফরে এইধরনের সমর্থন গেমচেঞ্জার হতে পারে। এছাড়াও তাঁর সংস্থা সানিয়া মির্জা টেনিস অ্যাকাডেমিতে বিশেষ ক্যাম্প এবং কোচিং ক্লিনিকের আয়োজন করবে। এই সেশন প্লেয়ারদের সার্বিক উন্নয়নে ফোকাস করবে। এছাড়াও থাকবে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, শারীরিক এবং মানসিক সাপোর্ট। 

এই প্রকল্পে সানিয়ার সঙ্গে হাত মেলায় বিএনডব্লু ডেভেলপমেন্টস, শুকরা পলিক্লিনিকস।‌ আর্থিক সাহায্য ছাড়াও অ্যাথলিটদের সাপোর্ট করবে দুই সংস্থা। এই প্রজেক্ট টেনিস সুন্দরীর খুবই কাছের। সানিয়া বলেন, 'দ্য নেক্সট সেট আমার হৃদয়ের খুব কাছে। পেশাদার খেলার সাফল্য এবং ব্যর্থতা আমি দেখেছি। সঠিক সময় মেন্টরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভারতীয় মহিলাদের টেনিসে অনেক প্রতিভা। যথাযথ সমর্থন পেলে, আমাদের প্লেয়াররাও বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে পারবে। লড়াই করতে পারবে। পরের প্রজন্মকে সাহায্য করার জন্যই আমার এই প্রচেষ্টা।' পেশাদার টেনিসে পথ যে মসৃণ নয়, সেটা খুবই ভালভাবে জানেন সানিয়া। সেখানে সঠিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একসময় সুযোগের জন্য লড়াই করতে হয়েছে তাঁকে। পথ যথেষ্ট কঠিন ছিল। তাই এবার জুনিয়রদের কিছু উপহার দিতে চান। সঠিক দিকেই এগোচ্ছে ভারতীয় ক্রীড়াক্ষেত্র।