আজকাল ওয়েবডেস্ক: যিনি লিও মেসিকে এনেছেন সেই শতদ্রু দত্ত ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, সামনের বছর তিনি নিয়ে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

সেই খবর শুনে রোনাল্ডো ভক্তরাও উত্তেজনায় মেতেছিলেন। যে মেসির পর আরও এক ফুটবল সুপারস্টারের দেখা মিলবে শহর কলকাতায়। কিন্তু সেই উত্তেজনা নিমেষে ভয়ে পরিণত হল এদিন।

লিও মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীর যা অবস্থা হল তারপর রীতিমত প্রশ্ন উঠেছে রোনাল্ডোকে আনলে যে অব্যবস্থার সৃষ্টি হবে না তা কে বলতে পারে?

ইতিমধ্যেই, রোনাল্ডো ভক্তরা অনেকে বলছেন, এই আয়োজন নিয়ে রোনাল্ডোকে আনার দরকার নেই। মেসির ক্ষেত্রে যুবভারতী যেমন ফুল হাউস ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আনলেও ছবিটা যে সেরকমই থাকবে সেটা একপ্রকার নিশ্চিত।

এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানালেন, ‘প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে’। প্রধান উদ্যোক্তা বলতে যে শতদ্রু দত্তকেই বোঝানো হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না’।

এবার গোটা ঘটনার তদন্ত হবে। এই ঘটনার পিছনে কারা দায়ী তার বিস্তারিত তদন্ত হবে। আরও একটা প্রশ্ন, মেসিকে কলকাতা এনে এই যে ধুন্ধুমার কাণ্ড ঘটল সেই ঘটনা নিশ্চয়ই রোনাল্ডোর টিমের কানে যাবে।

ফলে, এরপর যদি মেসিকে আনার প্রধান উদ্যোক্তা রোনাল্ডোকে আনার উদ্যোগও নেন, সেটা কি সম্ভব হবে? লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কেন এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্ত কমিটি তৈরি করে দেন তিনি। মেসি এবং ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গিয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। যাঁরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন, সেই সকল হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেইসাথে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

মমতা আরও লিখেছেন, ‘আমি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, এর জন্য দায়ী কে তা খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। আরও একবার, আমি সকল ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিকভাবে দুঃখিত।’