আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ শেষ হওয়ার পরও ফিরল হ্যান্ডশেক বিতর্ক। ভারতকে খারাপ প্রতিপন্ন করার একটি সুযোগও ছাড়েননি সলমন আঘা। এশিয়া কাপ ফাইনালের পরও হ্যান্ডশেক ইস্যু ভুলতে পারছেন না পাক নেতা। ১৪ সেপ্টেম্বর বিতর্কের সূত্রপাত। সেই থেকেই চলছে। ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে সরব হন পাকিস্তানের অধিনায়ক। দাবি করেন, শুধু পাকিস্তান নয়, হাত না মিলিয়ে ক্রিকেটকে অসম্মান করেছে ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালের পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন সলমন। এবার তার পাল্টা জবাব দিলেন অমিত মিশ্র।
হ্যান্ডশেক প্রসঙ্গে পাল্টা প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় তারকা। অমিত মিশ্র বলেন, 'আমাদের হাত মেলাতে হবে এমন কোনও নিয়ম আছে কি? আমরা ক্রিকেট খেলি। তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। আমরা হ্যান্ডশেক করতে চাই না। আমাদের ইচ্ছে। রুল বুকে কোনও নিয়ম আছে কি যে আমাদের হাত মেলাতেই হবে? আমরা তিনটে ম্যাচ খেলেছি। তিনটেতেই আমরা তোমাদের হারিয়েছি। তারপরেও তোমরা কী চাও? তোমরা কি চাও আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করি? কেন করব আমরা? আমাদের ইচ্ছে। আমরা সেটা করব না। আমি ভারতীয় দলকে কুর্নিশ জানাই। ওরা নিজেদের কথা রেখেছে। সিদ্ধান্তে অনড় থাকতে পেরেছে। আমরা চাইলে ম্যাচও খেলতাম না। আমাদের জমিনানা করা হলে, আমরা সেটা দিয়ে দিতাম। কিন্তু আমরা তোমাদের সম্মান করে, তাই তোমাদের সঙ্গে ক্রিকেট খেলেছি। তোমাদের সেটা প্রাপ্য নয়।' হ্যান্ডশেক প্রসঙ্গে কড়া মন্তব্য অমিত মিশ্রর।
প্রসঙ্গত, ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, হ্যান্ডশেক বিতর্কের জন্য ক্ষমাপ্রার্থী হয়েছেন অ্যান্ডি পাইক্রফট। আইসিসি এই বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। ছিলেন পিসিবির দুই প্রাক্তন প্রধান রামিজ রাজা এবং নাজম শেঠি। নাকভি জানান, পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা, কোচ এবং টিম ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি কোনও ক্ষমা চাননি। বরং, ভুল বোঝাবুঝির একটি ব্যাখ্যা দেন জিম্বাবোয়ের অফিসিয়াল।
