মোহনবাগান - ৫ (ফারদিন, সালাউদ্দিন-হ্যাটট্রিক, রাজ)
ইস্টার্ন রেল - ০
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের ঝড়ে লাইনচ্যুত রেল। ব্যাক টু ব্যাক পাঁচ গোল। সোমবার ইস্টার্ন রেলকে ৫-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন বাহিনী। হ্যাটট্রিক করেন সালাউদ্দিন। বাকি দুটো গোল ফারদিন আলি এবং রাজ বাসফোরের। কোনওরকম প্রতিরোধ গড়তেই পারেনি রেল। আগের ম্যাচেই টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ গোল দেয় বাগান। হ্যাটট্রিক করেছিলেন সুহেল ভাট। এদিনও সেই ধারাবাহিকতা ধরে রাখল ডেগি কার্ডোজোর দল। সোম বিকেলে হ্যাটট্রিক করেন সালাউদ্দিন। মাঝে একবার পিয়ারলেস ছাড়া ছোট দলগুলোর মধ্যে একমাত্র ইস্টার্ন রেল কলকাতা লিগ জিতেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে। এখন তিন প্রধানের বাইরে ছোট দলগুলির লিগ জেতার সম্ভাবনা কম। কারণ দলে আকাশ-পাতাল পার্থক্য।
সোমবার রেলের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল মোহনবাগান। দলকে এগিয়ে দেন ফারদিন আলি। টাইসনের পাস থেকে রেলের পায়ের জঙ্গলের মধ্যে থেকে গোল করেন ফারদিন। বিরতির আগে ব্যবধান বাড়াতে পারেনি বাগান। দ্বিতীয়ার্ধে চার গোল। দ্বিতীয় গোল সালাউদ্দিনের।
এরপর মুহুর্মুহু আক্রমণ শানাতে শুরু করে বাগানের স্ট্রাইকিং ফোর্স। তাতে নাজেহাল হয়ে পড়ে রেলের রক্ষণ। পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন রাজ বাসফোর। পরের দুটো গোল সালাউদ্দিনের। জোড়া গোলে পিছিয়ে পড়ার পরই ম্যাচ থেকে হারিয়ে যায় রেল। শেষ দুটো গোল করে নিজের এবং দলের গোল সংখ্যা বাড়িয়ে রাখলেন সালাউদ্দিন। এবার লিগের শুরুটা খুবই খারাপ হয় মোহনবাগানের। কিন্তু শেষ দুটো ম্যাচে দাপুটে জয়। টালিগঞ্জ অগ্রগামীর পর ইস্টার্ন রেলের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে আবার লড়াইয়ে ফিরে এল মোহনবাগান।
ছবি: অভিষেক চক্রবর্তী
ইস্টার্ন রেল - ০
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের ঝড়ে লাইনচ্যুত রেল। ব্যাক টু ব্যাক পাঁচ গোল। সোমবার ইস্টার্ন রেলকে ৫-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন বাহিনী। হ্যাটট্রিক করেন সালাউদ্দিন। বাকি দুটো গোল ফারদিন আলি এবং রাজ বাসফোরের। কোনওরকম প্রতিরোধ গড়তেই পারেনি রেল। আগের ম্যাচেই টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ গোল দেয় বাগান। হ্যাটট্রিক করেছিলেন সুহেল ভাট। এদিনও সেই ধারাবাহিকতা ধরে রাখল ডেগি কার্ডোজোর দল। সোম বিকেলে হ্যাটট্রিক করেন সালাউদ্দিন। মাঝে একবার পিয়ারলেস ছাড়া ছোট দলগুলোর মধ্যে একমাত্র ইস্টার্ন রেল কলকাতা লিগ জিতেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে। এখন তিন প্রধানের বাইরে ছোট দলগুলির লিগ জেতার সম্ভাবনা কম। কারণ দলে আকাশ-পাতাল পার্থক্য।
সোমবার রেলের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল মোহনবাগান। দলকে এগিয়ে দেন ফারদিন আলি। টাইসনের পাস থেকে রেলের পায়ের জঙ্গলের মধ্যে থেকে গোল করেন ফারদিন। বিরতির আগে ব্যবধান বাড়াতে পারেনি বাগান। দ্বিতীয়ার্ধে চার গোল। দ্বিতীয় গোল সালাউদ্দিনের।
এরপর মুহুর্মুহু আক্রমণ শানাতে শুরু করে বাগানের স্ট্রাইকিং ফোর্স। তাতে নাজেহাল হয়ে পড়ে রেলের রক্ষণ। পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন রাজ বাসফোর। পরের দুটো গোল সালাউদ্দিনের। জোড়া গোলে পিছিয়ে পড়ার পরই ম্যাচ থেকে হারিয়ে যায় রেল। শেষ দুটো গোল করে নিজের এবং দলের গোল সংখ্যা বাড়িয়ে রাখলেন সালাউদ্দিন। এবার লিগের শুরুটা খুবই খারাপ হয় মোহনবাগানের। কিন্তু শেষ দুটো ম্যাচে দাপুটে জয়। টালিগঞ্জ অগ্রগামীর পর ইস্টার্ন রেলের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে আবার লড়াইয়ে ফিরে এল মোহনবাগান।
ছবি: অভিষেক চক্রবর্তী
