আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের জিম্বাবোয়ে সফর ডাকওয়ার্থ লুইস নিয়মে ৮০ রানে হার দিয়ে শুরু হয়েছিল। কিন্তু বুলাওয়াতে চাকা ঘোরাল গ্রিন আর্মি। সাইম আইয়ুবের দুরন্ত শতরান এবং অভিষেকে আবরার আহমেদের ৪ উইকেটে জিম্বাবোয়েকে উড়িয়ে দিল পাকিস্তান। ১০ উইকেটের দাপুটে জয়ে সিরিজ ১-১ করল মহম্মদ রিজওয়ানের দল। একদিনের ক্রিকেটে এদিন নিজের প্রথম সেঞ্চুরি করেন আইয়ুব। মাত্র ৬২ বলে ১১৩ রান করেন। একেবারে টি-২০ ক্রিকেটের মেজাজে খেলেন। বিধ্বংসী ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৭টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন আবদুল্লা শফিক। ৪৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। মাত্র ১৮.২ ওভারে বিনা উইকেট হারিয়ে বিশাল জয় তুলে নেয় পাকিস্তান। যার ফলে দাপটের সঙ্গে সিরিজে ফিরে এল রিজওয়ানরা। ম্যাচের সেরা সাইম আইয়ুব। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। কিন্তু বুমেরাং হয়ে ফেরে। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। ডিয়ন মেয়ার্স (৩৩) এবং সিন উইলিয়ামস (৩১) ছাড়া কেউ দাঁড়াতে পারেনি। অভিষেকেই বাজিমাত আবরার আহমেদের। প্রথম একদিনের ম্যাচে তুলে নেন ৪ উইকেট। তাঁর শিকার জয়লর্ড গুম্বি, ব্রায়ান বেনিট, ব্র্যান্ডন মাভুতা এবং রিচার্ড নাগারাভা। জিম্বাবোয়ের টপ অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেয় সালমান আগা। ৩ উইকেট নেন পাক স্পিনার। মাত্র ৩২.৩ ওভারে ১৪৫ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। লক্ষ্যে পৌঁছতে বেশি সময় নেয়নি পাকিস্তান। ঝড়ের গতিতে শুরু করেন দুই ওপেনার। বিশেষ করে সাইম আইয়ুব। দুর্দান্ত ব্যাট করেন। ৫৩ বলে একশোয় পৌঁছে যান। ডাহা ব্যর্থ জিম্বাবোয়ের বোলাররা। সিরিজের শুরুটা হার দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন পাকিস্তানের।