আজকাল ওয়েবডেস্ক: মাত্র চারদিন আগে কলকাতায় পা রেখেছেন। তিনদিন প্র্যাকটিসে হাজির ছিলেন। তাতেই চার গোলে এবারের মোলিনা যুগের শুরু। ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচ জিতে শুরু মোহনবাগানের। মরশুমের প্রথমদিকে দলে ফিটনেস সমস্যা থাকা স্বাভাবিক। তবে বড় জয়ে খুশি লিস্টনদের হেডস্যার। হোসে মোলিনা বলেন, 'মরশুমের শুরুতে মাত্র কয়েকদিন ট্রেনিং করেছি। ভাল ম্যাচ হয়েছে। কয়েকজন তরুণ ফুটবলার ভাল খেলেছে। সবে শুরু। আরও উন্নতি করতে হবে। তিন পয়েন্ট এসেছে, সেটাই আসল।' আগের মরশুমে লিস্টনকে চেনা ছন্দে পেতে প্রায় মাঝ মরশুম গড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার মরশুমের প্রথম ম্যাচ থেকেই ফর্মে। দু'ম্যাচে চার গোল করে ফেলেছেন। গোয়ান মিডিওর প্রশংসা করেন বাগান কোচ। মোলিনা বলেন, 'আমরা সবাই লিস্টনের সম্বন্ধে জানি। ও কোয়ালিটি প্লেয়ার। গোল করতে পারে। গতিশীল। ভাল প্লেয়ার। ও সঠিক দিশাতেই এগোচ্ছে। আশা করি গোটা মরশুমে দলকে সাহায্য করতে পারবে।'
বিএসএফ ম্যাচের আগে পরিসংখ্যান, অঙ্ক ঘোরাফেরা করছিল সবুজ মেরুন শিবিরে। চার গোলে জয়ের পর একটাই লক্ষ্য মোলিনার দলের সামনে, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জেতা। সেই বিষয়ে যথেষ্ট আশাবাদী বাগান কোচ। শনিবারের আগেই শহরে চলে আসবেন জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। তাঁদের কি ডুরান্ডের গ্রুপ পর্বেই দেখা যাবে? মোলিনা বলেন, 'আমাদের ম্যাচটা জিততে হবে। আশা করছি আমরা জিতব। আরও বেশি গোল করব। আরও একটা ম্যাচ হিসেবেই দেখছি। আশা করছি আমরা আরও ভাল খেলতে পারব। পাঁচদিন ট্রেনিংয়ের সুযোগ আছে। কোনও বিদেশি দলে যোগ দিয়ে আমাদের সাহায্য করতে পারে।' সরাসরি না বললেও, কামিন্সকে খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন। প্রথমার্ধে আটকে যায় বাগান। বিরতিতে মাত্র এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে লকগেট খোলে। ম্যাচ শেষে সাহালের বিশেষ উল্লেখ করেন মোলিনা। তিনি বলেন, 'এদিন ঘাস সূক্ষ্ম ছিল। বলের মুভমেন্টে কিছুটা অসুবিধা হয়। আমরা কিছু সুযোগ পেয়েছি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কয়েকজন প্লেয়ার এসে সাহায্য করেছে। সাহাল খুবই ভাল শুরু করেছে। লিস্টন আরও ভাল খেলেছে। অ্যালবার্তোও সাহায্য করেছে। সবাই আত্মবিশ্বাসী। ওদের ওপর বিশ্বাস রাখতে হবে। আগামী দিনে আরও ভাল করবে।' মাত্র দু'দিন হল সাহাল দলের সঙ্গে যোগ দিয়েছেন। অসুস্থতার জন্য বাকিদের সঙ্গে আগে প্র্যাকটিসে যোগ দিতে পারেননি। তাই এদিন অন্তত ৪৫ মিনিটে আলড্রেড, অ্যালবার্তো, সাহাল, অনিরুদ্ধকে খেলাতে চেয়েছিলেন মোলিনা।
এদিন লিস্টনের সঙ্গে জুটিতে লুটি সাহালের। 'সুপারসাব' হিসেবে প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত। গত বছরের স্টাইলই অব্যাহত আছে। তাই মাত্র দু'দিনের প্র্যাকটিসে কোনও সমস্যা হয়নি। এই ছন্দই ধরে রাখতে চান। সাহাল বলেন, 'কোনও কিছু বদলাবে না। আমরা দল হিসেবে খেলি। আমরা কোচের কথা মতো চলি। ম্যাচ জিতে খুশি। আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব। আমরা গত বছর যে স্টাইলে খেলতাম, এবারও একই স্টাইলে খেলছি। কোনও পরিবর্তন নেই। কয়েকজন জুনিয়র প্লেয়ার দলের সঙ্গে যোগ দিয়েছে। সব বিদেশিরা এখনও যোগ দেয়নি। সবাই চলে এলে আমরা আরও ভাল করব।' এদিন যে তাঁরা গোল সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিলেন, স্বীকার করে নেন সাহাল। তবে চার গোলে সন্তুষ্ট। গ্রুপের শেষ ম্যাচ জিতেই নকআউট পর্বে যেতে চান। সাহাল বলেন, 'আমরা যদি পাঁচ, ছয়, সাত, এমনকী দশ গোল করতে পারতাম ভাল হত। কোচও তাই চেয়েছিল। তবে আমরা নিজেদের পারফরম্যান্সে খুশি। শেষ ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আমাদের জিততেই হবে। ফ্যানদের জয় উপহার দিতে চাই।' আগামী শনিবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ মোহনবাগানের। জিতে সরাসরি শেষ আটে যেতে চান সবুজ মেরুনের তারকা মিডিও।
