আজকাল ওয়েবডেস্ক: কে বলে, ড্র হতে চলা টেস্ট ম্যাচে নাটক হয় না, কে বলে টেস্ট ম্যাচের উত্তেজনা কমে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের পঞ্চম দিনের তৃতীয় সেশনে দফায় দফায় চলল নাটক। ম্যাচে প্রথম চারদিনে কী হল না হল সেই সবকিছুকে ছাপিয়ে গেল পঞ্চম দিনের তৃতীয় সেশনের কয়েক মিনিটের ঘটনা। এদিন দ্বিতীয় সেশন থেকে অনবদ্য লড়াই লড়লেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ডের একের পর এক স্পিন বোলিং, জোফ্রা আর্চার এবং বেন স্টোকসের বাউন্সার সব সামলে দলকে নিয়ে গেলেন নিরাপদ জায়গায়। তারপর একপ্রকার ছেলেখেলা করলেন ইংল্যান্ড বোলারদের নিয়ে। অবশেষে ড্র হল টেস্ট ম্যাচ। তৃতীয় সেশনে তখন জাদেজা এবং ওয়াশিংটন ব্যাট করছেন আশির ঘরে। সেই পরিস্থিতিতে হঠাৎ এগিয়ে এলেন বেন স্টোকস।

আম্পায়ারের কাছে নিয়ে হাত বাড়িয়ে দিলেন, বুঝিয়ে দিতে চাইলেন, তারা আর খেলতে চান না, ম্যাচ ড্র ঘোষণা করা হোক। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। হ্যান্ডশেক করতে রাজি হলেন ক্রিজে থাকা দুই ভারতীয় ব্যাটার। ক্রিকেটের নিয়ম বলছে, দুই দলের খেলোয়াড় সম্মতি দিলে তখনও ম্যাচ ড্র ঘোষণা করা হবে। কিন্তু দুই ভারতীয় ব্যাটার তখন শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাদের সিদ্ধান্তে খুশি হননি একজন ইংলিশ ক্রিকেটারও। বেন স্টোকস এসে জাদেজাকে বলে গেলেন, আমি এবার হ্যারি ব্রুককে দিয়ে বল করাব। তুমি কি ওর বলেই শতরান করতে চাও?’ ক্রলি এসে সোজা প্রশ্ন করে বসলেন, ‘হ্যান্ডশেক করলে না কেন?’ কিন্তু দুই ব্যাটার নিজেদের সিদ্ধান্তে অনড়।  ইংল্যান্ড অধিনায়ক এবার ফিল্ডিং সব সামনে রেখে বোলিংয়ে নিয়ে এলেন একদিকে ব্রুক অবং অন্যদিকে রুটকে। ধেয়ে এল একের পর এক লুজ বল, একের পর এক ফুলটস। 

আরও পড়ুন: 'কুর্সি কি পেটি বাঁধ লো...', নামধারী বাধা টপকে ইস্টবেঙ্গল ইঙ্গিত দিল 'মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়'

দুই ভারতীয় ব্যাটার ইংলিশ বোলারদের মেরে শতরান পূর্ণ করলেন। তখন হাততালিতে ফেটে পড়ছে গোটা ওল্ড ট্র্যাফোর্ড। সেই বেন স্টোকস অধ্যায় প্রসঙ্গে অবশেষে শচীন বললেন, ''ওয়াশিংটন-জাদেজা সেঞ্চুরি করল। এটা কি স্পিরিটের বিরুদ্ধে? ওরা ড্রয়ের জন্য খেলছিল। তার আগে ইংল্যান্ডের তীব্র আক্রমণ সামলে, দারুণভাবে ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছে। সিরিজ তখনও জীবন্ত ছিল। ওরা কেন এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে ইংল্যান্ডের বোলারদের বিশ্রাম দেবে?'' 

এরপরেও চলে নাটক! নাটক চলল তারপরেও। দুই ব্যাটারের অনবদ্য লড়াইয়ের প্রশংসা তো নয়ই, ড্র হওয়ার পরে কোনওরকমে হাত মিলিয়েই স্টোকস হাঁটা দিলেন উল্টোদিকে। তারপরেও চলল কথোপকথন। কমেন্টেটরদের কথায়, শেষ মুহূর্তের এই নাটক ভিত করে দিল চারদিন পর থেকে শুরু হতে চলা ওভাল টেস্টের। এদিন অনবদ্য লড়াই লড়ে জাদেজা অপরাজিত রইলেন ১০৭ রানে। ওয়াশিংটন সুন্দর করলেন ১০১ রান। গোটা পাঁচটা সেশন বোলিং করে এবং শূন্য রানে ভারতের দু’উইকেট ফেলে দিয়েও ইংল্যান্ড মাত্র চার ভারতীয় ব্যাটারকেই ফেরাতে পারল প্যাভিলিয়নে। শেষ সেশনে স্টোকসদের মধ্যে পরিষ্কার ধরা পড়ল ধৈর্য্যের অভাব। কোনও পরিকল্পনাই কাজ না করায় শেষে বিতর্ক তৈরি করেও লাভ হয়নি।

শচীন বলছেন সেই বিতর্কিত অধ্যায় নিয়ে, ''ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক বল করেছে। সেটা স্টোকসের ব্যাপার। ভারতের মাথাব্যথা নয়। জাদেজা-ওয়াশিংটন শুধু সেঞ্চুরির জন্য খেলেনি। যদি আউট হয়ে যেত, আমরা হারতাম। যখন ওরা ব্যাট করতে নেমেছিল, তখন তো হ্যারি ব্রুক বল করছিল না! তাহলে ইংল্যান্ডের বোলাররা কেন পঞ্চম টেস্টের জন্য তরতাজা থাকবে?'' 

তবে ভারতীয় দল যা করেছে, তার সঙ্গে সহমত পোষণ করেন শচীন। সেই সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি। ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার।

আরও পড়ুন: 'মায়ের ভাষা বললেই বাংলাদেশী?', বাঙালির অস্মিতা কি বিপন্ন! যুবভারতীতে গর্জে উঠলেন ইস্টবেঙ্গল সমর্থকরা...