আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি রানের পর রান করে চলেছেন। কিন্তু রোহিত শর্মার ব্যাটে রান নেই।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত ব্যর্থ হয়েছেন। তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারত কিউয়িদের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমেছিল। কিন্তু হিটম্যান শুরুটা একেবারেই ভাল করতে পারেননি। দ্রুত ফিরে যান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত তিনটি ম্যাচে ১৪৬ রান করেন। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে হিটম্যান মাত্র ৬১ রান করেন তিনটি ম্যাচে।
ইন্ডোরে ১৩ বলে মাত্র ১১ রান করেন রোহিত। খেলার শেষে নিউ জিল্যান্ডের প্রাক্তন পেসার সাইমন ডুল বলেন, ''আমার মনে হয় রোহিত সবসময়ে কিছু না কিছু তাড়া করার লক্ষ্য নিয়ে থাকে। সে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ। আমার মনে হয়, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ কি অনেকটাই দূরে? রোহিতের মধ্যে কি আগের সেই খিদে রয়েছে? আমরা জাতীয় দল গড়তে চাইছি। সে তুমি যেই হও না কেন? প্রতি বছর আইসিসি ইভেন্টের ভিন্ন ফরম্যাটের জন্য দল তৈরি করতে হয়, তাই না?''
কিউয়িদের বিরুদ্ধে কোহলি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেন। তিন ম্যাচে ২৪০ রান করেন বিরাট। প্রথম ম্যাচে ৯৩ রানের পাশাপাশি, তৃতীয় ম্যাচে সেঞ্চুরিও করেন তিনি। তবুও তৃতীয় ম্যাচে ভারত জিততে পারেনি।
সাইমন ডুল আরও বলেন, ''আর কয়েকদিনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে। ফলে খুব কমই ওয়ানডে ক্রিকেট হয়েছে। আগামী দিনেও খুব কম ওয়ানডে ক্রিকেট হবে। একটা ফরম্যাটে খেললে সুযোগ বেশি পাওয়া যায় না।''
