আজকাল ওয়েবডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ভর করছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওপর। এমন‌ই দাবি মহম্মদ কাইফের। ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান ছিল দুই তারকা ক্রিকেটারের। কিন্তু বর্তমানে ছন্দে নেই কেউই। কেরিয়ারের সায়াহ্নে চলে এলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ভরসা রো-কো জুটি। নিজের ইউ টিউব চ্যানেলে কাইফ বলেন, 'জাতীয় পতাকা হাতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবি আমার মনে গেঁথে গিয়েছে। একদিনের বিশ্বকাপ ফাইনাল হারের পর ওরা জিততে বদ্ধপরিকর ছিল। শেষমেষ টি-২০ বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের দরকার। একজনের বয়স ৩৭, অন্যজনের ৩৬। ওরা বেশিদিন খেলবে না। তবে ওদের এখনও অনেক কিছু দেওয়ার আছে।' 

দু'জনের স্টাইল বিপরীত। তবে তাঁদের ওপরই নির্ভর করছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। কাইফ বলেন, 'রোহিত শুরুতে দ্রুত রান তোলে। কোহলি সেই ভীতের ওপর নিজের ইনিংস খাড়া করে শেষপর্যন্ত ব্যাট করে। ওরা ভাল খেললে, তবেই দুবাইয়ে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে ভারতের।' দুবাইয়ের চ্যালেঞ্জিং কন্ডিশন নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন ভারতের প্রাক্তনী। একদিনের আন্তর্জাতিকে শেষ ১০ ম্যাচে প্রথম ইনিংসের স্কোর গড়ে ১৯৮ রান। তাই ভারতীয় ব্যাটারদের পক্ষে কাজটা খুব সহজ হবে না। কাইফ মনে করেন, ব্যাটিংয়ের জন্য দুবাইয়ের থেকে পাকিস্তানের উইকেট ভাল। দুই তারকার অভিজ্ঞতা‌ পার্থক্য গড়ে দিতে পারে বলেই ধারণা ভারতের প্রাক্তনীর।