আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের ওয়াংখেড়েতে হোয়াইটওয়াশ বাঁচাতে নামবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। ইতিমধ্যেই তিন ম্যাচের টেস্ট সিরিজে ০-২ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। এবার অধিনায়কের উদ্দেশে একটি কড়া বার্তা এল। সেই বার্তায় তৃতীয় টেস্টে যশপ্রীত বুমরাকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম সেরা বোলার হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিন সহায়ক উইকেটে তেমন কার্যকরী হয়নি। অস্ট্রেলিয়া সফরের আগে বুমরাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেন দীনেশ কার্তিক। তার কারণও ব্যাখ্যা করেন প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। কার্তিক বলেন, 'যশপ্রীত বুমরার বিশ্রাম দরকার। আমার মনে হয় ওকে বিশ্রাম দেওয়া হবে। মহম্মদ সিরাজ দলে ফিরবে। কোনও চোট-আঘাত ছাড়া দলে আর কোনও পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। বাকি যারা পুনে টেস্টে ছিল, তাঁদেরই রাখা উচিত। তাঁদের আরও একটা সুযোগ না দেওয়ার কোনও কারণ নেই।'

দ্বিতীয় টেস্টে বল হাতে সবচেয়ে সফল ওয়াশিংটন সুন্দর। তাসত্ত্বেও সিরিজে সমতা ফেরাতে পারেনি ভারত। পরপর দুটো টেস্ট হেরে সিরিজ খোয়ায় টিম ইন্ডিয়া। কার্তিক যতই দলে পরিবর্তনের পক্ষপাতি হন না কেন, একাধিক বদল আশা করা যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা ভেবে দলে কয়েকটা পরিবর্তন করা হবে। সরফরাজের জায়গায় ফেরানো হতে পারে কেএল রাহুলকে। পুনেতে দুই ইনিংসেই ব্যর্থ সরফরাজ। বোলিং বিভাগেও বদল হতে পারে। বুমরার জায়গায় সিরাজকে দেখতে চান কার্তিক। প্রথম দুই টেস্টে ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও, মুম্বই টেস্টে ব্যাটিং লাইন আপে বিশেষ পরিবর্তনের আশা করছেন না ভারতের প্রাক্তনী। কার্তিক বলেন, 'হারের হতাশা এবং যন্ত্রণা এখনও তাজা। প্রথম একাদশ কী হওয়া উচিত আমি ঠিক মতো ভাবতে পারছি না। মাঝে সময় খুবই কম। তবে আমার ওপর নির্ভর করলে, আমি বুমরাকে বসিয়ে সিরাজকে খেলাবো।' সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে মুম্বইয়ে জিততেই হবে রোহিতদের। এই অবস্থায় দলের সেরা বোলারকে বিশ্রাম দেওয়ার দুঃসাহস হয়তো দেখাবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।