আজকাল ওয়েবডেস্ক: ডিআরএস কেন নিলেন না বিরাট কোহলি, এটাই হয়তো মাথায় ঢুকছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। 

মিরাজের বলে এলবিডব্লিউ হন কোহলি। তিনি রিভিউ নেবেন কি নেবেন না, এ নিয়ে শুভমান গিলের সঙ্গে আলোচনা করে প্যাভিলিয়নের পথে সটান হাঁটা লাগান কোহলি। 

টিভি রিপ্লেতে দেখা গিয়েছে,প্যাডে বল লাগার আগে কোহলির ব্যাট ছুঁয়েছিল তা। রিভিউ নিলে হয়তো জীবন ফিরে পেতেন কোহলি। 

তিনি রিভিউ না নেওয়ায় বিস্মিত হয়েছেন রোহিত। ড্রেসিং রুমে বসে খেলা দেখছিলেন তিনি। কোহলির আউটের রিপ্লে দেখার পরে রোহিত তাঁর নিজস্ব স্টাইলে বলে ওঠেন, ''ব্যাট থা ইয়ার।'' 

রড টাকার কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু আরেক অন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পরে স্কোয়ার লেগে দাঁড়িয়ে দুষ্টু হাসি দেন। 

প্রথম ইনিংসেও রান করতে পারেননি কোহলি। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভাল করেছিলেন তিনি। কিন্তু ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারলেন না। 

কোহলির আউট নিয়ে জোর চর্চা হয় নেটদুনিয়াতেও। ক্রিকেটপ্রেমীরা অবশ্য এর জন্য শুভমান গিলকেই দায়ী করেছেন। কেউ লিখেছেন, ডিআরএস নেওয়ার জন্য কোহলিকে পরামর্শ দিতেই পারতেন শুভমান গিল।