আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজ হারের পর দলের সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পরপরই তাঁদের উদ্দেশে হুঁশিয়ারি দেন গৌতম গম্ভীর। রোহিত এবং বিরাটকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন ভারতের হেড কোচ। গত এক বছরে নানা সময় ভারতের বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার দুই তারকাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দেন। কিন্তু কর্ণপাত করেনি কেউই। অবশেষে সম্বিত ফিরল রোহিতের। মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিচ্ছেন রোহিত। তবে রঞ্জিতে খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার সকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির প্র্যাকটিস শুরু করবে মুম্বই দল। সেখানে থাকবেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে একাই অনুশীলন করছেন ভারত অধিনায়ক। মঙ্গলবার থেকে মুম্বই দলের সঙ্গে প্র্যাকটিস করবেন। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, 'রোহিত নিজেই মুম্বই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা জানায়। তবে রঞ্জিতে খেলবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু বলেনি। আশা করছি সঠিক সময় জানিয়ে দেবে।' জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বইয়ের। ২০১৫ সালে শেষবার রঞ্জি খেলেন রোহিত। তারপর আর ঘরোয়া ক্রিকেটে খেলেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতেই এই পদক্ষেপ রোহিতের।
