আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে না খেলায় তাঁর অবসরের জল্পনা আরও জোরালো হয়েছিল। কিন্তু শেষ টেস্টের দ্বিতীয় দিন যাবতীয় রটনায় দাড়ি টানেন খোদ রোহিত শর্মা। জানিয়ে দেন, খারাপ ব্যাটিং ফর্মের জন্য সিডনি টেস্ট থেকে নিজেই সরে যান। অবসরের কোনও ভাবনা নেই। টেস্টে খেলা চালিয়ে যেতে চান। কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে? লাল বলের ক্রিকেটে রোহিতের ভবিষ্যত নিয়ে কী ভাবছে বোর্ড? জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর বিসিসিআই সচিবের পদ এখনও খালি। রবিবার বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বোর্ড সচিবের দায়িত্ব নেবেন দেবজিৎ সাইকিয়া। সেই বৈঠকেই অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিতের প্রসঙ্গ উঠতে পারে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠকে বসবেন জয় শাহের উত্তরসূরি। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটের ব্লু প্রিন্ট তৈরির সময় রোহিতের বিবৃতি ধার্য করা হবে না। অর্থাৎ, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে কোনও গুরুত্ব পাবে না রোহিতের ইচ্ছে। 

সিডনি টেস্টে যশপ্রীত বুমরাকে দায়িত্ব দিয়ে রোহিত দেখতে চেয়েছিলেন, কোনওভাবে টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো যায় কিনা। কিন্তু তাঁর অনুপস্থিতিতেও দল জিততে ব্যর্থ। বোর্ডের এক কর্তা স্পষ্ট জানিয়ে দিলেন, রোহিতের ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচক কমিটির ওপর। নাম প্রকাশ্যে না আনতে চাওয়া বোর্ড কর্তা বলেন, 'রোহিত অপেক্ষা করে দেখছিল, যদি ভারত কোনওভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যেতে পারে। এবার পুরোটাই ওর ওপর। দলে জায়গা করে নেওয়ার লড়াই করবে কিনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অজিত আগরকার এবং নির্বাচক কমিটির ওপর নির্ভর করবে।' লাল বলের ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।