আজকাল ওয়েবডেস্ক:‌ এখনও অস্ট্রেলিয়া যাননি। মুম্বইয়েই অনুশীলন করছেন রোহিত শর্মা। কবে যাবেন তাও নিশ্চিত নয়। বিসিসিআইয়ের তরফেও কিছু জানানো হয়নি। এদিকে, ওয়াকায় অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। 


কেন রোহিত এখনও অস্ট্রেলিয়া যাননি, তা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, ‘‌এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আশা করছি রোহিতকে আমরা পাব।’‌ এদিকে, বুধবার রোহিত শর্মার জনসংযোগ দল একটি ছবি পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ে ব্যাটিং অনুশীলন করছেন রোহিত। তবে রোহিত কবে অস্ট্রেলিয়া যাবেন তা নিয়ে কিছু জানানো হয়নি। তবে সূত্রের দাবি, এই পরিস্থিতিতে এক জন বাবা যা করতেন রোহিতও তাই করছেন।


সূত্রের খবরকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘‌রোহিত কবে অস্ট্রেলিয়া উড়ে যাবে তা নিশ্চিত নয়। ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে যেগুলি না মেটা অবধি বলা যাচ্ছে না। এক জন বাবা এই পরিস্থিতিতে যা করে, রোহিতও তাই করছে। স্ত্রী ও পরিবারের পাশে রয়েছে রোহিত। তবে অনুশীলন জারি রেখেছে। ব্যক্তিগত সমস্যা মিটলেই অস্ট্রেলিয়া উড়ে যাবে রোহিত।’‌ 


এদিকে, ওয়াকায় মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। বুধবার থেকে অনুশীলনে যোগ দিয়েছেন বিরাট কোহলি। তবে ক্লোজড ডোর অনুশীলন হচ্ছে। জানা গেছে, শুক্র থেকে রবি অবধি মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে টিম ইন্ডিয়ার অনুশীলনে।