সমাজমাধ্যমে কয়েক দিন ধরে শুধুমাত্র আলোচনা অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে, বিশেষ করে তাঁর করা কয়েকটি মেসেজ কে কেন্দ্র করে। একাধিক মহিলাকে একই মেসেজ পাঠানো নিয়ে ট্রোলিং, মিমের বন্যা বয়ে যাচ্ছে সমাজমাধ্যমে। সাধারণ মানুষ থেকে তারকারাও এই বিষয়টি নিয়ে মজা করতে শুরু করেন। তবে অনেকেই এই ঘটনার বিপক্ষেও কথা বলেছেন। তবে মিম, ট্রোল ও কটাক্ষের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিগত জীবনে ও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে এই অভিনেতাকে। যা আজকাল ডট ইন এর সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা নিজেই।
একাধিক মহিলাকে একই মেসেজ পাঠানোর কথা স্বীকার করে নিলেও বারবার ঋজু বিশ্বাস জানিয়েছেন, তিনি কাউকে কোনও অশালীন মন্তব্য করেননি। যদিও প্রমাণ ছাড়াই এই অভিযোগ এনেছেন। তাই আইনের দ্বারস্থ হয়েছেন ঋজু। তবে কয়েকদিন ধরে ঘুম নেই তাঁর চোখে। এই ঘটনাকে কেন্দ্র করে যে এমন পরিস্থিতির শিকার হতে হবে তাঁকে তা ভাবেননি ঋজু। ঋজুর কথায়, "আমি কাউকে কোনও অশালীন মন্তব্য করিনি, তবুও আমার মেসেজে কেউ যদি বিরক্ত হয়ে থাকেন, তার জন্য আমি ভিডিও করে ক্ষমা চেয়ে নিয়েছি। যদিও আমি কাউকে কোনওভাবে অশালীন মন্তব্য করে আঘাত করিনি। মা আমায় বলেছিলেন, যদি কারওর খারাপ লাগে তাই ক্ষমা চেয়ে নিতে। কিন্তু এই ঘটনার জন্য আমাকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তার দায় কে নেবে?"
তিনি আরও বলেন, "অনেকেই আমার নম্বর-সহ সমাজমাধ্যমে স্ক্রিনশট দিয়েছেন। যার ফলে অনবরত অচেনা নম্বর থেকে ফোন ও মেসেজ তো আসছেই, তাতে এমন নোংরা মন্তব্য করা হচ্ছে তা বলে বোঝাতে পারব না। শুধু তাই নয় আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, আমার মায়ের প্রোফাইলে গিয়ে তাঁকে কুমন্তব্য করা হচ্ছে। সব প্রমাণ আমার কাছে আছে। এর দায় কে নেবে? আমি তো স্বীকার করে নিয়েছি যে আমিই মেসেজ করেছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনও অশালীন মন্তব্যের মেসেজ সমাজমাধ্যমে দেখাতে পারেননি। কারণ আমি তেমন কথা বলিনি, তবুও আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে প্রমাণ ছাড়া। আমি কী অপরাধী? কোন ভয়ংকর অপরাধ করেছি আমি যার জন্য আমার মাকে নোংরা মন্তব্য করতে ছাড়ছেন না মানুষ?"
ঋজুর কথায়, "আমার ইন্ডাস্ট্রি সহকর্মীরাও অনেকে আমাকে নিয়ে নানা মন্তব্য করছেন। আমি সব সময় সত্যি কথা বলেছি এবং স্পষ্ট বক্তা, বহু শিল্পী ও কলাকুশলীর বিপদের সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই কারণে অনেকের কাছে খারাপ হয়েছি, আমি সেই মুহূর্তে মানুষ হিসেবে আমার যা কর্তব্য সেটাই করেছি। মুখ বুজে সব সহ্য করিনি বলেই আমি আজ অনেকের কাছে খারাপ, অহংকারী। এমনকী অনেকেই বলেন আমার ইগোর সমস্যা আছে। এটুকুই বলতে পারি টলিউডের বহু কলাকুশলীদের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। তাদেরকে আমি সমান গুরুত্ব দিয়েছি সব সময়, অনেকের সমস্যায় রুখে দাঁড়িয়েছি, সেগুলোই হয়তো আমার দোষ। আমি প্রথম দিন থেকে একটাই কথা বলে আসছি আমার বিরুদ্ধে প্রমাণ নিয়ে আমাকে এই অপবাদ দেওয়া হোক। প্রয়োজনে আইনের সাহায্য নিক তারা, কিন্তু তা বলে আমার অসুস্থ মাকে এইভাবে নোংরা মন্তব্য করার মেনে নিতে পারছি না আমি।"
তিনি আরও বলেন, "আমাকে তো যা ইচ্ছে তাই বলা হচ্ছে, নারী-পুরুষ কেউ বাকি থাকছেন না যে এমন অশালীন মন্তব্য করছেন। তারা যে এমন অশালীন মন্তব্য করছেন তার শাস্তি কী, যেখানে আমার মা কেও ছাড়া হচ্ছে না। তিনি অসুস্থ, এই ক'দিনে এমনই আমাদের প্রত্যেকের মানসিক এবং শারীরিক অবস্থা ভাল নয়। তাও মায়ের কথা অনুযায়ী কারওর খারাপ লাগলে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, যদিও খারাপ কোনও অশালীন মন্তব্য আমি করিনি। আমাকে যে পরিস্থিতির শিকার হতে হল তার দায় কে নেবে?।"
